শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৫:৫৪ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসছে ১০০ বলের ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ছায়ায় পড়ে বিপাকে পড়েছে ইংলিশদের ঘরোয়া ক্রিকেট। কেউ ইনজুরিতে পড়লে হুট-হাট করে কাউন্টি ছেড়ে যে কেউ চলে যাচ্ছেন আইপিএলে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্টি ক্লাবের অনেকে। এমন বিপত্তির মাঝে ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজাতে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেছে ইসিবি।

৮ শহর ভিত্তিক এই টুর্নামেন্ট নারী, পুরুষ দুই বিভাগে খেলা হবে। তাতে থাকবে ৬ বলের ১৫ ওভার, সঙ্গে ১০০ বল পূরণ করতে শেষ ওভারটি হবে ১০ বলের। টি-টোয়েন্টির পরিধির চেয়ে আরও ছোট হবে এই টুর্নামেন্ট। যাতে ২০ বল কম! একই সঙ্গে সময়ের বিচারে খেলা শেষ হবে তিন ঘণ্টায়। ২০২০ সালের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে সংস্কার আনার অংশ হিসেবেই এমন প্রস্তাবনা।

ইসিবি বৃহস্পতিবার এমন প্রস্তাবনা তুলে ধরে কাউন্টি ও এমসিসির চেয়ারম্যান, প্রধান নির্বাহীদের কাছে। প্রস্তাবনায় সবাই রাজিও হয়েছে। তবে শেষ ওভারের বিষয়টি নিয়ে নীতি নির্ধারকদের অনুমোদন ও ক্রিকেটীয় নিয়ম কানুন পাল্টানোর প্রয়োজন রয়েছে।

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের শহরগুলো হলো-সাউদাম্পটন, বার্মিংহ্যাম, লিডস, লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফ ও নটিংহ্যাম। টুর্নামেন্টের স্থায়িত্ব হবে ৫ সপ্তাহ।

বোঝাই যাচ্ছে নতুন ধারা দিয়ে তরুণ দর্শকদের কাছে টানার চেষ্টায় আছে ইসিবি। সেটা স্বীকারও করে নিয়েছেন ইসিবি প্রধান নির্বাহী টম হ্যারিসন, ‘এটা পুরোপুরি নতুন এবং রোমাঞ্চকর একটি ধারণা। যা তরুণ দর্শকদের মাঝে ভিন্ন আবেদন তৈরি করবে। একই সঙ্গে তৈরি করবে নতুন ভক্ত।’ সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়