শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের সম্মেলন সফল করতে ১৬ উপকমিটি প্রস্তুত

আহমেদ জাফর : বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ মে শুক্র-শনিবার। এনিয়ে চলছে ১৬ টি উপকমিটির ব্যাপক প্রস্তুতি।

এজন্য ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সকল প্রকার প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলেছে।

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন সফল করতে ১৬টি উপ-কমিটি করা হয়েছে। এ কমিটিতে ১১৫ জন সদস্য অর্ন্তভুক্ত করা হয়েছে।

সম্মেলনকে সফল করার জন্য প্রতিটি কমিটিই প্রতিনিয়ত মিটিং এবং বিভিন্ন পরিকল্পনা করছে। সম্মেলন ঘিরে ক্যাম্পাসে শোডাউন, কর্মীদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন চত্বরে জড়ো হয়ে নিজ নিজ কমিটির কাজ বাস্তবায়নের জন্য তাগিদ দেয়া হচ্ছে ।

এবিষয়ে বর্তমান কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন বলেন, বিগত বছরের তুলনায় এ সম্মেলন ব্যতিক্রম হবে। দুইদিন ব্যাপি সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাস্তার আশেপাশে আলোকসজ্জা করা হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রদর্শিত হবে। বিভিন্ন ব্যানার, ফেসটুন, প্লেকার্ড হাতে নিয়ে র‌্যালী করা হবে।

তবে এখনোও সম্মেলনের জন্য নিদিষ্ট স্থান ঠিক না হলেও সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার সম্ভবনা বেশি। সারা দেশে থেকে নেতাকর্মীরা এ সম্মেলনে যোগ দিবেন। এজন্য আগে থেকেই বিভিন্ন বিভাগের নেতাদের কর্মীদের নিদের্শনা দেয়া হয়েছে। শান্তিপূর্ণ ভাবে এ সম্মেলন সফল করার জন্য সকল ছাত্রলীগ কর্মী নিয়মবহির্ভূত থাকার জন্য শূঙ্খলা উপকমিটি আগে থেকেই সবাইকে জানিয়ে দিচ্ছে।

প্রতিটি কমিটির আহ্বায়করা নিজ নিজ দায়িত্ব সফল করার উদ্দেশ্য ছুটছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। এ নিয়ে নিজেদের মধ্যে চলছেও প্রতিযোগিতা।

এদিকে, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ক্যাম্পাসে এরই মধ্যে আবারো সক্রিয় হয়ে উঠেছেন অনেক নেতাকর্মী।
২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়