শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০১:৫৫ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুষারের ব্যাটে বড় লিড দক্ষিণাঞ্চলের

নিজস্ব প্রতিবেদক : আগের দুই ম্যাচে টানা শতকের পর তৃতীয় ম্যাচেও আরেকটি শতকের দেখা পেতে যাচ্ছিলেন তুষার ইমরান। তবে শেষ পর্যন্ত না পারলেও আজ তৃতীয় দিন শেষে তার দল বড় লিড পেয়েছে। তুষারের ৮৮ রানে সেন্ট্রাল জোনের বিপক্ষে ২৩৭ রানের লিড নিয়েছে দক্ষিণাঞ্চল, এখনো হাতে রয়েছে ৪ উইকেট।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিএলের পঞ্চম রাউন্ডের প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চল। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৪৮ রানের সংগ্রহ। সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে করে ৩০২ রান। দিনের শুরুতে ১ উইকেটে ৫০ রানে ক্রিজে এসেছিল সাউথ জোন। ইমরুল ৩০ ও এনামুল বিজয় ৪৫ রানে ফেরার পর জুটি বাঁধেন তুষার ও মিঠুন। দুজনে ১৯৩ রানের জুটিতে ম্যাচের লাগাম ধরে রাখেন। প্রথম শ্রেণিতে দ্বাদশ সেঞ্চুরি করে ফিরেছেন মিঠুন।

তুষার গত ম্যাচেই দুই ইনিংসে সেঞ্চুরি করে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। সেটি এনে দিয়েছিল টানা তিন ইনিংসে শতকের রেকর্ড। টানা চার ইনিংসে হয়নি এই ম্যাচের প্রথম ইনিংসে ১৪ রানে ফেরায়। দ্বিতীয় ইনিংসে সুযোগ ছিল টানা তিন ম্যাচে সেঞ্চুরির, সেটিও হাতছাড়া মাত্র ১২ রানের জন্য।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজারের উপর রান তুষারের। সেঞ্চুরি ২৮টি, সেটিও বাংলাদেশি রেকর্ড। রেকর্ডের ভা-ারে আরেকটি মাল্য যুক্ত হল না এদিন!

  • সর্বশেষ
  • জনপ্রিয়