শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বাঞ্চলকে ইনিংস ব্যবধানে হারালো উত্তরাঞ্চল

নিজস্ব প্রতিবেদক : একদিন ও এক ইনিংস হাতে রেখেই জয় তুলে নিয়েছে জহুরুল ইসলামের উত্তরাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচটি শেষ হয়েছে তিনদিনেই। মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে বৃহস্পতিবার ইনিংস ও ২৮ রানে জিতেছে উত্তরাঞ্চল। এই ম্যাচে উত্তরাঞ্চলের পেসার শরিফুল ইসলাম ও ইয়াসির আরাফাত মিলে ১৮ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন ধসিয়ে দেন।

গত মঙ্গলবার মিরপুরে ম্যাচের প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমেছিল উত্তরাঞ্চল। দিনশেষে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০৪ তুলে অপরাজিত থেকে সাজঘরে ফেরেন জহুরুল (৪৩) ও আরিফুল (১৭)। দ্বিতীয় দিনের খেলায় শতক তুলে নেন প্রথম দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান। দলনায়ক জহুরুল করেন ১১৩ এবং আরিফুলের ব্যাট থেকে আসে ১০১ রান। দলের ৪১৫ রানে শান্ত ৭৩ ও মিজানুর ৪৬ রান করেন। পূর্বাঞ্চলের পক্ষে সোহাগ গাজী ৪টি, আশরাফুল ২টি এবং আবু জায়েদ, সাইফউদ্দিন, খালেদ ও মুমিনুল ১টি করে উইকেট নেন।

একইদিনে নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১১০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে পূর্বাঞ্চল। তবে আজ যেন ব্যাটিংয়ে নামতেই ধস শুরু হয়ে যায় পূর্বাঞ্চলের। তাসামুল ও লিটনের ফিফটিতে ২১৭ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। ইয়াসিন ও শরিফুল ৪টি করে উইকেট নেন। ফলোঅনে পড়ায় পূর্বাঞ্চল আজই তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু দ্বিতীয় ইনিংসে সোহাগ গাজীর ফিফটির পরও ১৭০ রানের বেশি করতে পারেনি। ফলে দুই ইনিংস মিলিয়ে রান হয় ৩৮৭ যা উত্তরের থেকে তখনো ২৮ রান কম! উত্তরাঞ্চলের পক্ষে শফিউল, শরিফুল, ও ইয়াসিন ৩টি করে উইকেট নেন।

আজকের এই জয়ের ফলে পাঁচ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে উত্তরাঞ্চল। ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পূর্বাঞ্চল। পঞ্চম রাউন্ডের অপর ম্যাচে এখনো খেলছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়