শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ১০:০৬ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক উইকেটের অপেক্ষায় সাকিব

নিজস্ব প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। আর এই ম্যাচে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। এজন্য দরকার মাত্র একটি উইকেট। তাহলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কমপক্ষে ৪ হাজার রান ও ৩০০ উইকেট শিকারের অনন্য মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

গত শনিবার রাতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২৭ রান করে এই ফরম্যাটে ৪ হাজার রান পূর্ণ করেন সাকিব। পাশাপাশি ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নিজের শিকার সংখ্যা ২৯৯'তে নিয়ে যান তিনি। ফলে আর মাত্র ১ উইকেট পেলেই এই সংস্করণে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কমপক্ষে ৪ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হবেন সাকিব।

ইতোমধ্যে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৪ হাজার বা তারও বেশি রান এবং ৩০০ বা তারও বেশি উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ব্যাট হাতে ৫ হাজার ৫৮২ রান করার পাশাপাশি ৪১৩ উইকেট শিকার করেছেন তিনি। টি-২০ ক্রিকেটে ব্রাভোই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়