শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ০৮:৪৯ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে অবাধে চলছে জাটকা নিধন

এম এ হাকিম ভূঁইয়া, আড়াইহাজার: জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি করায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনায় অবাধে চলছে জাটকা ইলিশ নিধন। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা থাকার পরও স্থানীয় জেল ও মৎস্য ব্যবসায়ীরা তা মানছেন না। অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য কর্মকর্তাদের উদাসহীনতায় অবাধে জাটকা নিধন হচ্ছে। জাটকা নিধনের নিষেধাজ্ঞার ব্যাপারে প্রচার-প্রচারণার অভাবে অনেকেই এ ব্যাপারে জানেন না। প্রতিদিন ভোরে উপজেলার বিভিন্ন বাজারে ১০ ইঞ্চিরও কম সাইজের জাটকা ইলিশ বিক্রি করা হচ্ছে। কিন্তু মেঘনা নদীতে চলছে দিনভর জাটকা নিধনের মহোৎসব।

বৃহম্পতিবার উপজেলার গোপালদী পৌরসভা বাজারে গিয়ে দেখা গেছে মৎস্য ব্যবসায়ীরা দেদারছে জাটকা ইলিশ বিক্রি করছেন। আড়াইহাজার পৌরসভা বাজারসহ একই চিত্র দেখা গেছে, বিশ্বনন্দী, উচিৎপুরা, জাঙ্গালিয়া ও কালিবাড়ি বাজারে।

এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে, এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী গোপনে স্থানীয় বিভিন্ন খাবার হোটেলগুলোতে সস্তায় জাটকা সরবরাহ করছেন। মেঘনা নদী থেকে জাটকা ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। স্থানীয় দয়াকান্দা এলাকার মৎস্য ব্যবসায়ী কালিদাস বর্মণ জানান, জাটকা বিক্রি করায় নিষেধাজ্ঞার বিষয়টি আমাদের জানা নেই। আমাদের কেউ এ ব্যাপারে কোনো কিছু জানায়নি। এ ব্যাপারে জানাতে মৎস্য অফিসাররা বাজারে কোনো দিন আসেনি।

উপজেলা মৎস্য অফিসার আনিসুল হক বলেন, ১০ ইঞ্চির কম হলেই সেটি জাটকা। নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা ও সংরক্ষনে নিষেধাজ্ঞা রয়েছে। যদি কেউ আইন অমান্য করে জাটকা ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়