শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন না হওয়ার মাশুল দিতে হবে ক্ষমতাসীনদের’

রফিক আহমেদ : সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ায় মাশুল দিতে হবে ক্ষমতাসীনদের। দেশে এখন বিশ্বাসযোগ্য ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন দরকার। গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে সিপিবি-বাসদ আয়োজিত ‘অবাধ-নিরপেক্ষ, অর্থবহ নির্বাচন: নির্বাচনকালীন সরকার, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ও নির্বাচনী ব্যবস্থার মৌলিক সংস্কার’ শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান আনুযায়ী দেশের গণতান্ত্রিক ব্যবস্তা হওয়া দরকার। নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়টি আন্তর্জাতিক আইনে আছে। যে ভোট দেওয়ার উপযুক্ত হয়েছেন তাকে স্বাধীনভাবে ভোট দিতে দেওয়া।

তিনি বলেন, বিগত ২০০৭ সালে ইসিতে নির্বাচন আইনের ব্যাপক সংস্কার হয়েছে। নির্বাচন কমিশনে এ সংস্কার আমি প্রস্তাব দেওয়ার পর তা গ্রহণ করেছে। মাসসিকতাও দৃষ্টিভঙ্গি না বদলালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনে কারচুপি, কারসাজি, পক্ষপাতিত্ব ও জালিয়াতি ঢাকা সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনে হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনসহ ১৮ দফা দাবিতে দেশব্যাপী পদযাত্রা ও পথসভা করবে। আগামী ২৮, ২৯ এবং ৩০ এপ্রিল সারাদেশে যৌথভাবে দল দুইটি এ পদযাত্রার আয়োজন করবে।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ১৮ দফা দাবিতে আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সারাদেশে জেলা ও উপজেলায় পদযাত্রা ও পথসভা করা হবে।

তিনি বলেন, নির্বাচনের নামে শাসকেরা প্রহসন ও তামাশা করছে। নির্বাচন নিয়ে দেশে অনিশ্চয়তা ও অচলাবস্থা তৈরি হয়েছে দাবি করে এই পরিস্থিতি নিরসন করা একটি জরুরি জাতীয় কর্তব্য হয়ে উঠেছে। এজন্য জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা জরুরি।’

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, অ্যাডভোকেট রাণা দাশ গুপ্ত, সাবেক এমপি এস এম আকরাম, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, কমরেড শুভ্রাংসু চক্রবর্তী ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়