শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ০৮:০৭ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনায় রেখেছে যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট : কোনও বাংলাদেশিকে ফেরত পাঠানোর অনুরোধ যুক্তরাজ্য সরকার বিবেচনা করবে কিন্তু প্রত্যাবাসন হবে ব্রিটেনের এক্সট্রাডিশন অ্যাক্ট অনুযায়ী। বুধবার বিএনপি নেতা তারেক জিয়ার ফেরত পাঠানোর বিষয়ে এক ইমেইলের জবাবে ব্রিটিশ হাই কমিশন জানিয়েছে, ‘এক্সট্রাডিশন অ্যাক্ট ২০০৩ অনুযায়ী বাংলাদেশ থেকে পাঠানো এক্সট্রাডিশন অনুরোধ বিবেচনা করবে যুক্তরাজ্য।’

তারেক জিয়ার প্রত্যাবাসন বিষয়ে হাই কমিশন জানায়, ‘যুক্তরাজ্য সরকার কোনও একক ব্যক্তির অভিবাসন বিষয় নিয়ে মন্তব্য করে না।’

তারেক রহমানের প্রত্যাবাসন বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টির কারণ, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে প্রকাশ্যে বলেছেন, ‘দুই দেশের সরকার তারেক জিয়ার ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করছে। তাকে দেশে ফেরত যেতে হবে।’

সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন গত ফেব্রুয়ারিতে ঢাকায় এসেছিলেন। ওইসময় তিনি তারেক রহমানের বিষয়টি নিয়ে আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। ওই সময় তারেক রহমানকে ফেরত পাঠানোর জন্য একটি আনুষ্ঠানিক পত্র পাঠানোর জন্য বাংলাদেশকে বলেছেন বরিস জনসন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সাইমন ম্যাকডোনাল্ডের মধ্যে মার্চে দ্বিতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উভয়পক্ষ সম্মত হয় দুই দেশ এক্সট্রাডিশন অনুরোধ বিবেচনা করবে।’

বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিতীয় স্ট্র্যাটেজিক সংলাপের যৌথ বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, ‘ফৌজদারি অপরাধে অভিযুক্তরা সীমান্ত অতিক্রম করলেও যেন বিচার থেকে রেহাই না পায় এবং বাংলাদেশি তদন্তকারী, প্রসিকিউটর ও জুডিশিয়াল কর্তৃপক্ষকে যুক্তরাজ্য সহায়তা করবে। উভয়পক্ষ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স (আইনগত সহায়তা) ও প্রত্যাবাসন অনুরোধে সহায়তার ক্ষেত্র আরও বেশি দৃঢ় করবে।’

প্রসঙ্গত, ২০১৫ সালে তারেক রহমানকে ফেরত পাঠানোর অনুরোধ করে বাংলাদেশ থেকে একটি চিঠি দিলেও ব্রিটিশ কর্তৃপক্ষ এর কোনও জবাব দেয়নি।

এদিকে, ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, ‘এক্সট্রাডিশন একটি আইনি বিষয়। আমরা এটিকে রাজনীতি থেকে দূরে রাখতে চাই। এটি এমন একটি বিষয়, যা আমরা রাজনীতি থেকে দূরে রাখতে চাই। আমরা মনে করি, এটি আইনি ও বিচার সংক্রান্ত বিষয়, রাজনৈতিক নয়। ঢাকা ও লন্ডনের মধ্যে কোনও এক্সট্রাডিশন চুক্তি নেই। আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।’ তিনি জানান, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়। তিনি সিদ্ধান্ত গ্রহণের সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরপেক্ষ ব্যক্তিদের অভিমত নেন।’বাংলাট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়