শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদাকে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খসরু

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আর লেভেল প্লেয়িং বলতে সব দলের সমঅধিকার নিশ্চিত করাকেই বুঝায়। কিন্তু গণতন্ত্রের মাকে (খালেদা জিয়া) কারাগারে পাঠিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি কোনোভাবেই সম্ভব নয়। বরং এর মাধ্যমে সরকার লেভেল প্লেয়িং ফিল্ডের প্রথম অপশনই বন্ধ করে দিয়েছে। তাই আগামী নির্বাচন নিয়ে এখন নির্বাচনী আলোচনা হতে পারে, কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এ প্রতিবাদ সভার আয়োজন করে। আমীর খসরু বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সাংবিধানিক ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু ইসি’র সে ক্ষমতার বিষয়টি মানছে না সরকার। আর অজ্ঞাত কারণে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কিছু পদক্ষেপ নেয়ার কথা বলেও তারা যখন পিছু হটে তখন প্রতিষ্ঠানটির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে। আজ নির্বাচন কমিশনের সক্ষমতা প্রশ্নবিদ্ধ। দলটির নীতিনির্ধারক ফোরামের এ সদস্য বলেন, বিচারিক রায়ে নয়, রাজনৈতিক রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে সরকার। এখন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে দেশ। তার চিকিৎসা হবে কি হবে না- এটা নিয়ে সবখানে বেশ আলোচনা হচ্ছে। যারা দেশনেত্রীকে জেলে পাঠিয়েছে তারা বলছে, চিকিৎসা নিয়ে রাজনীতি করা যাবে না! উনার চিকিৎসা করতে না দেয়ার পেছনেও ষড়যন্ত্র আছে। সুতরাং খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও হেলাফেলা করা হচ্ছে। তিনি বলেন, স্বৈরাচারদের ইতিহাসে এগুলো আছে। রাজনৈতিক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে তারা কেবল জেলেই পাঠায় না। শারীরিকভাবে নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে প্রতিপক্ষ থেকে মুক্ত হতে চায়। তারা চায় প্রতিপক্ষবিহীন একটা রাজনৈতিক ক্ষেত্র। তিনি বলেন, দেশের মানুষের মালিকানা সার্বভৌমত্ব একটি দল বা গোষ্ঠীর কাছে চলে গেছে। সেই মালিকানা তারা ফিরিয়ে দিতে চাচ্ছে না। যে কারণে দেশনেত্রীকে জেলে থাকতে হচ্ছে। কিন্তু যারা দেশের মালিক তারা সিদ্ধান্ত নেবে দেশে কী ধরনের নির্বাচন হবে। আমি নিশ্চিত দেশের মালিক তাদের মালিকানা ফিরিয়ে নেবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমীর খসরু বলেন, আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আমরা নির্বাচন কমিশনে গিয়ে আলোচনা করেছি। আমরা দেশের মালিক জনগণের প্রত্যাশাগুলো নির্বাচন কমিশনে তুলে ধরেছি। এই দাবি বিএনপির নয়। আমরা নির্বাচনে সেনা মোতায়েনের কথা বলেছি। কিন্তু নির্বাচন কমিশন বলছে, এটা সরকার করবে। অপরদিকে সরকার বলছে, নির্বাচন কমিশন চাইলে করতে পারে। তিনি বলেন, আমরা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছি যৌক্তিক কারণে। কেননা, দেশে নির্বাচনকালীন সময়ে সাধারণ নাগরিকদের রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের মোকাবিলা করতে হয়। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি, প্রতিপক্ষকে বিতাড়িত করে ভোট দখলের যে সংস্কৃতি চালু হয়েছে সেটা রুখতেই সেনা মোতায়েনের দাবি জানিয়েছি। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, অ্যাডভোকেট রফিক সিকদার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা ও সাঈদ আহমেদ আসলাম বক্তব্য দেন। সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়