শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটা সরকারের গণবিছিন্নতার চূড়ান্ত বহিঃপ্রকাশ

জোনায়েদ সাকি : কোটা আন্দোলনকারীরা এবং সাধারণ ছাত্র-ছাত্রীরা সবাই আতংকে আছে। ছাত্রলীগ তাদের শক্তির মহড়া দেখিয়েই যাচ্ছে। এই আন্দোলন যেহেতু ছাত্রলীগ ও সরকারের নির্দেশনা উপেক্ষা করে করা হয়েছে, তাদের ধমকে কাজ হয়নি, তাদের নির্দেশনা যে কোটা আন্দোলনকারীরা ও সাধারণ ছাত্র-ছাত্রীরা মানছে না, তাই প্রতিশোধ নিচ্ছে পুলিশ ও ছাত্রলীগ। সব জায়গায়ই কঠোর ব্যবস্থা নিচ্ছে ছাত্রলীগ। এটা ছাত্রলীগ ও সরকারের জন্য খুবই বুমেরাং হবে।

গোটা ছাত্রসমাজকে তারা তাদের শত্রুতে পরিণত করছে। এবং ছাত্রলীগ সমগ্র ছাত্রদের স্বার্থের বিপরীতে দাঁড়িয়ে গেছে। এর পরিণতি কিন্তু ভালো হবে না। সরকার আন্দোলনটাকে ইতিবাচক হিসেবে দেখছে না। সেটার তারা প্রমাণ রাখতেছেন। ছাত্রলীগ কোটা আন্দোলনের ক্রেডিট ছাত্র শিবির কে দিয়েছেন। তারা জামাত-শিবিরকে আন্দোলনের ক্রেডিট দিচ্ছে, আন্দোলনের ক্রেডিট দিচ্ছে বিদেশ থেকে ফোন কলকে বা ফোন কলের রেকর্ড কে। লন্ডন থেকে ফোন করে নাকি আন্দোলন হয়েছে। এতেই বোঝা যায় যে, সরকার এ আন্দোলন কে ইতিবাচক হিসেবে দেখছে না। এটা সরকারের গণবিছিন্নতার চূড়ান্ত বহিঃপ্রকাশ।

পরিচিতি : প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন/ মতামত গ্রহণ : মো.এনামুল হক এনা/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়