শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ০৪:১৪ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজীবকে নিয়ে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় কাদেরের ক্ষোভ

আহমেদ জাফর: দুই বাসের রেষারেষিতে প্রাণ হারানো রাজীবের বিষয়ে দেশের কয়েকটি অনলাইনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছেন তিনি। তার অভিযোগ, তিনি না বললেও পত্রিকাগুলো ভুলভাবে তার বক্তব্য উপস্থাপন করেছে।

বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ৯৬ থেকে এ পর্যন্ত আমি ১২ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। অনেকে অনেক সমালোচনা করেছেন। কিন্তু আজ পর্যন্ত কারও বিরুদ্ধে মামলা করিনি। রাজনীতি করতে গেলে ভুল হয়; আমি নিজেও গঠনমূলক সমালোচনা পছন্দ করি। মানুষ মাত্রই ভুল হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো কোনো অনলাইনে সংবাদ প্রকাশিত হয়েছে- রাজীবের মৃত্যুতে তার ভুল থাকতে পারে বলে আমি বলেছি। আমি চ্যালেঞ্জ করে বলছি- রাজীবের নাম নিয়ে তার ভুল হয়েছে, এমন কোনো কথা আমি বলিনি।’

তিনি বলেন, আজকে আমি আমার বক্তব্য গোপালগঞ্জের দুর্ঘটনায় যে হেলপার ছিলো তাকে দিয়ে শুরু করি। ওই হেলপার হৃদয়ের ভুল হতে পারে এমন বলছি। তাৎক্ষণিকভাবে ওই হেলপারের নাম মনে না পড়ায় বলেছি, সেটি ভুল হতে পারে। কিন্তু তার (রাজীবের) ক্ষেত্রেও ভুল করেছে এমন বলিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়