শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ০২:৪৬ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের জ্বালানি খাতকে গ্রাহকবান্ধব করতে ‘ব্লক চেইন’ অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরো গ্রাহকবান্ধব করতে ‘ব্লক চেইন’ পদ্ধতি কার্যকর অবদান রাখতে পারে। সম্পদের নিশ্চিত অবস্থান নির্ণয়, নিরাপত্তা, স্বয়ংক্রিয়তা এবং মধ্য সত্ত¡ভোগী বিলোপ ইত্যাদি ক্ষেত্রে ব্লক চেইন অনন্য ভূমিকা রেখে চলেছে। ফলে উপকার ভোগীরা দ্রুত মান সম্পন্ন সেবা পাচ্ছে; বাংলাদেশেও পাবে।

প্রতিমন্ত্রী গত মঙ্গলবার জার্মানীর বার্নিলে ফেডারেল ফরেন অফিসে ‘বার্লিন ট্রানজিশন ডায়ালগ’ এ ‘ব্লক চেইন ফর এনার্জি সিস্টেমস’ নাম সেশনে বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি বলেন, সনদ প্রদান, স্মার্ট গ্রীড, স্মার্ট যোগাযোগ, সম্পদ সংগ্রহ, ডিজিটাল পেমেন্ট ইত্যাদি খাতে ‘বøক চেইন’ বাংলাদেশে কাজ করতে পারে। প্রতিমন্ত্রী এ সময় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে রূপান্তর পর্যালোচনা করে বলেন, এখাতে প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

জার্মানীর ইউনিভার্সিটি অব এ্যাপলাইড্ সাইন্স-এর প্রফেসর ড. জেন স্ট্রুকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মান বøক চেইন এসোসিয়েশনের এনার্জি কামিটির প্রধান সেবনেম রুসিটস্চকা। এ সময় অন্যান্যের মাঝে ইলেকট্রন এর পরিচালক পল মাসারা জার্মান উন্নয়ন সংস্থা ডিডাবিøউএফ এর এনার্জি গ্রæপের প্রধান ড. কারমেন সুনেইডার এবং গ্রীড সিংগুলারিটি প্রদান পরিচালনা কর্মকর্তা ড. আনা এস. ট্রাবোভিচ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়