শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ০২:৪২ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ বছরেও এস.আই গৌতম হত্যাকান্ডের বিচার পায়নি তার পরিবার

ওবায়দুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ): অদিতি রায় ঝিলিকের বয়স যখন সাত বছর তখন রাজধানীতে সন্ত্রাসীরা তার বাবা এস আই গৌতম রায়কে গুলি করে নির্মমভাবে হত্যা করে।

চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ৮ বছর পার হলেও বিচার পায়নি তার পরিবার। অদিতি বর্তমাানে দশম শ্রেণির ছাত্রী। এখনও সে তার বাবাকে খুঁজে বেড়ায়। কখন তার বাবা বাসায় আসবে, তাকে আদর করে মা বলে কাছে ডেকে নিবে। বাবার ছবি হাতে নিয়ে প্রতিনিয়ত কান্নায় ভেঙ্গে পড়ে সে।

অপর দিকে গৌতম রায়ের একমাত্র পুত্র গৌরব রায় ঝলক এবছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার বিভাগে উত্তীর্ণ হয়েছে। রাজধানীর বংশাল থানার চৌকস অপারেশন অফিসার ছিলেন এস আই গৌতম রায়। ২০১০ সনের ১৯ এপ্রিল থানার কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে সুত্রাপুর থানার লাল মোহন সাহা স্ট্রিট এলাকায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করে।

গৌতম রায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকার বাসিন্দা স্বর্গীয় ইন্দ্র ভূষণ রায় ও বকুল রানীর সন্তান। জীবিত থাকা অবস্থায় সন্তান হত্যার বিচার দেখে যেতে পারলেন না তার পিতা-মাতা।

এই হত্যাকান্ডের আট বছর পার হলেও বিচারের কোন খবর জানা নেই নিহতের পরিবারের কাছে। আদৌ সঠিক বিচার পাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার পরিবারের লোকজন।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) গৌতম রায়ের ৮ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে তার পরিবারের লোকজন নিজ বাড়ীতে নিহতের আত্মার শান্তি কামনায় গীতাপাঠ, আচার অনুষ্ঠান ও প্রসাদ বিতরনের আয়োজন করা হয়েছে। নিহত গৌতম রায়ের ছোট ভাই সাংবাদিক তিলক রায় জানান যে পিস্তল দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে সেই পিস্তলটি পুলিশ উদ্ধার করতে পারেনি।

যতটুকু শুনেছি এ মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। বর্তমানে তারা সবাই জামিনে রয়েছে। এসময় তিনি গৌতম রায়ের হত্যাকান্ডটি সুপরিকল্পিত উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ডের নেপথ্যে জড়িতদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়