শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে নারীসহ তিন জঙ্গী গ্রেফতার, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ ( জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

বন্দর থানাধীন সোনাকান্দা এলাকা থেকে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল জান্নাতুল নাঈম মিতু (১৯) তার দুই সহযোগী মেহেদী হাসান মাসুদ (২২), আকবর হোসেন সুমন (৩০) কে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। অভিযানকালে মিতুর ০২ বছরের শিশু সন্তান রোজা আক্তারকেও উদ্ধার করা হয়।

র‌্যব-১১’র এক প্রেস বিজ্ঞতি বলা হয়, গত ০২ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নুরুল ইসলাম তার মেয়ে-জামাই জুয়েলসহ র‌্যাব-১১ কার্যালয়ে এসে লিখিত অভিযোগ দায়ের করে যে, তার মেয়ে জান্নাতুল নাঈম মিতু (১৯) জঙ্গী সংগঠনের সাথে সম্পৃক্ত এবং সে রাস্ট্র বিরোধী ও নাশকতামূলক কর্মকান্ডে যুক্ত হওয়ার জন্য তার ০২ বছরের শিশু সন্তান রোজা আক্তারসহ ৩১ মার্চ ২০১৮ তারিখে বাসা থেকে বের হয়ে গেছে। তারা দ্রুত তাকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানায়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকা থেকে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ ( জেএমবি) এর জান্নাতুল নাঈম মিতুসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করেন র‌্যাব-১১’র সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়