শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সম্পদই নাই, একটা ভাঙা গাড়ি আছে সাত বছর আগের’

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের করা প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তালুকদার খালেদ যেহেতু মঞ্জুর হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তাই মঞ্জুও খালেকের উদ্দেশে তিনটি প্রশ্ন রাখেন।

বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব পাল্টা প্রশ্ন করেন নজরুল ইসলাম মঞ্জু। তাঁর দাবি, তিনি হলফনামায় কোনো মিথ্যা তথ্য দেননি।

এর আগে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তালুকদার আব্দুল খালেক অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম মঞ্জু হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন।

এসবের জবাবে আজ মঞ্জু বলেন, ‘হলফনামায় ওয়েলথ স্টেটমেন্ট আসবে এবং সেই স্টেটমেন্ট যদি কেউ অসত্য বিবরণ দিয়ে থাকে সেটা দেখার দায়িত্ব আমার আইনজীবীর। আইনজীবী তদন্ত করে দাখিল করেছেন। নাই, আমার কোনো সম্পদ নাই। সম্পদই নাই, একটা ভাঙা গাড়ি আছে সাত বছর আগের গাড়ি। এটাই তো সম্পদ। আমার স্ত্রীর নামে কোটি কোটি টাকার সম্পদ নাই। আমার স্ত্রী তাঁর পিতার রেখে যাওয়া শত কোটি টাকার সম্পদের অংশীদার।’

বিএনপির এই নেতা বলেন, অবৈধ ব্যবসা বা মাদকের ব্যবসা করে বিএনপির কেউ অর্থ লোপাট করেনি। তার জবাব আগামী ১৫ মে নির্বাচনে জনগণ দেবে। তিনি জোর দিয়ে বলেন, ভোট ডাকাতির অভিজ্ঞতা এবার কাজে লাগবে না।

এ সময় উল্টো তালুকদার আব্দুল খালেকের উদ্দেশে তিনটি প্রশ্ন ছুঁড়ে দেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘জানতে চাই, আওয়ামী প্রার্থী ব্যাংকের মালিক ছিলেন, উনি ব্যাংক ছেড়ে দিয়েছেন কি না। খুলনাবাসী জানতে চায় যে ওখানে তাঁর শেয়ার আছে কি না। ওখান থেকে লভ্যাংশ পান কি না। খুলনাবাসী জানতে চায় যে উনি বাগেরহাটের কোনো ফ্যাক্টরির মালিক কি না। খুলনাবাসী জানতে চায়, যে ইউনিভার্সিটি উনি বানিয়েছেন সেখানে ট্রাস্টি বোর্ডের মেম্বার। সেখান থেকে কোনো অর্থ তিনি পান কি না। এই তিনটা প্রশ্নের জবাব উনি যদি দেন তাহলে আমাদের আর কোনো প্রশ্ন নাই।’

এ সময় বিএনপি নেতা সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সাহরুজ্জামান মোর্ত্তজা, সেকেন্দার জাফর উল্লাহ সাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়