শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ১০:৪০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় যাচ্ছে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান

ইসমাঈল হুসাইন ইমু : ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে সমুদ্র মহড়ায় (থার্ড মাল্টিলিটারেল নেভাল এক্রারসাইজ কমোডো-২০১৮) অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান বুধবার সকালে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। এসময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হকসহ স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে জাহাজটি আগামী ৪ মে থেকে ৯ মে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সমুদ্র মহড়ার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। জাহাজটি যাত্রাপথে আগামী আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল মালয়েশিয়ার পোর্ট ক্লাং-এ এবং দেশে ফেরার পথে ১৬ থেকে ২০ মে থাইল্যান্ডের ফুকেট বন্দরে শুভেচ্ছা সফরে যাবে।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মনিরুজ্জামান এর নেতৃত্বে প্রক্ষিণার্থী কর্মকর্তাসহ মোট ২৬৯ জন সদস্য এই সফরে অংশ নিচ্ছেন। নৌবাহিনী জাহাজের এ ধরণের মহড়ায় অংশগ্রহণ প্রক্ষিণার্থী কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে।

তাছাড়া এ সফর মহড়ায় অংশগ্রহণকারী দেশসমূহের সাথে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা যায়। সফর শেষে জাহাজটি আগামী ২৫ মে দেশে ফিরবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়