শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ১০:৩১ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুনিয়র বায়ার্ন মিউনিখের কোচ মিরোস্লাভ ক্লোসা!

স্পোর্টস ডেস্ক : আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের অনুর্ধ্ব -১৭ দলের কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সাবেক জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। বেভারিয়ান জায়ান্টদের পক্ষ থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে।

৩৯ বছর বয়সী ক্লোসা ২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ শিরোপা উপহার দেবার পরপরই আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দেন। ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলে তিনি সর্বোচ্চ ১৬ গোল করেছেন। ব্রাজিলিয়ান তারকা রোনালদোর তুলনায় যা এক গোল বেশি।

জার্মান জাতীয় দলের কোচ জোয়াকিম লো’র ব্যাক-রুম স্টাফ হিসেবে কাজ করেছেন ক্লোসা। আগামী মৌসুমে নিজের সাবেক ক্লাব বায়ার্নের জুনিয়র একাডেমী দলের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন।

এ সম্পর্কে বায়ার্ন স্পোর্টস পরিচালক হাসান সালিহামিজিক বলেছেন, আমাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী মৌসুমে আমরা তাকে পাব।

এদিকে জার্মানির জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন স্পোর্টস বিল্ড ক্লোসাকে বায়ার্নের অনুর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে নিয়োগ সংক্রান্ত তথ্যও প্রকাশ করেছে।

বায়ার্নের হয়ে ক্লোসা ২০০৭-২০১১ সাল পর্যন্ত খেলেছেন। ২০০১-১৪ সাল পর্যন্ত জার্মান জাতীয় দলের জার্সি গায়ে ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচে সর্বকালের সর্বোচ্চ ৭১টি গোল করেছেন। -ইয়াহু স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়