শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ১০:০৫ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পালিয়ে যাওয়া রাজকন্যাকে ফিরিয়ে এনেছে দুবাই

সাইদুর রহমান : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ঘোষণা দিয়ে পালিয়ে যান। এরপর নিঁখোজ থাকা লতিফাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে দুবাই সরকার। দুবাই সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, রাজকন্যা এখন পরিবারের সঙ্গে ভালই রয়েছে। ব্রিটেনের দ্য টাইমসও এ কথা নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে দুবাই সরকারের এক কর্মকর্তা বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, তাকে ধরা হয়েছে ও ফিরিয়ে আনা হয়েছে।’ তিনি বলেন, রাজকন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে কোথায় থেকে আর কার সাহায্যে ধরা হয়েছে তা তিনি জানেন না। শুধু এটুকু নিশ্চিততিনি এখন তার পরিবারের সঙ্গে আছে আর ভাল আছেন।

গত মার্চে শেখা লতিফা (৩২) ইউটিউবে এক ভিডিও বার্তায় পালানোর ঘোষণা দিয়েছিলেন। ভিডিওর শুরুতে তিনি বলেছিলেন, ‘আমি এই ভিডিওটি তৈরি করেছি কারণ এটাই আমার তৈরি করা শেষ ভিডিও হতে পারে’। পালানোর কারণ হিসেবে তিনি ‘নিজের জীবনকে পুনরুদ্ধার’ করার কথা বলেছিলেন।

ভিডিওতে লতিফা আরও বলেন, তিনি (লতীফা) শেখ মুহাম্মাদ বিন রাশেদ আল-মাকুতুমের বংশের একজন সন্তান এবং তার তিন কন্যার একজন। পিতার সাথে তার মতবিরোধের কারণে তার (লতীফার) বড় বোন শামছা ব্রিটেনে পালিয়ে যান। এরপর আমি (লতীফা) শামছাকে সমর্থন করলে তিন বছর আমাকে কারারুদ্ধ করে রাখা হয় এবং নির্যাতন করা হয়।

ডেইলি মেইল জানিয়েছে, সাবেক এক ফরাসি গোয়েন্দার সহযোগিতায় লতীফা পালিয়ে যান। লতীফা জাহাজে করে দুবাই থেকে পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু ভারতের সৈকত থেকে ৮০ কিলোমিটার আগে তার জাহাজ আটকে দেওয়া হয়। সূত্র : খালিজ অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়