শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০৯:১২ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রশিদ খানের বল যে কারণে খেলতে পারেন না ব্যাটসম্যানরা

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের রশিদ খানের কাছে এবারের আইপিএলও স্বপ্নের মতো যাচ্ছে। তিনি এখন রয়েছেন ফর্মের মগডালে। নাস্তানাবুদ করে ছাড়ছেন প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের। বরাবরের মতো এবারও প্রশংসার বন্যায় ভাসছেন তিনি।
তবে এ যাবতকাল যত প্রশংসা পেয়েছেন, তন্মধ্যে এটিই মনে হয় তার ক্রিকেট ক্যারিয়ারে সেরা। তাকে বিশ্বের সেরা লেগ স্পিনার বলে অ্যাখ্যায়িত করেছেন কিংবদন্তি ডিন জোন্স।
মাত্র এক সপ্তাহ গড়িয়েছে আইপিএলের বয়স। এ সময়ে লেগ স্পিনাররা দারুণ করেছেন। সেই তালিকায় আছেন রশিদসহ কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মায়াঙ্ক মারকান্দ। তবে সবার চেয়ে রশিদকেই এগিয়ে রাখছেন সাবেক অস্ট্রেলীয় ব্যাটার।
আফগান লেগ স্পিনারকে দেয়া জোন্সের প্রশংসাপত্র, ‘চাহালকে সমীহ করি।

সে ক্রমশ উন্নতি করছে। তবে তার চেয়েও উচ্চমার্গের স্পিনার রশিদ। এ মুহূর্তে বিশ্বের সেরা লেগস্পিনার ও।

তিনি বলেন, আমি রশিদের ভক্ত বনে গেছি। আফগানিস্তানকে কোচিং করানোর সুবাদে জানি, সে কতটা ভয়ঙ্কর। বল দুদিকেই ঘোরাতে পারে ও। তার প্রধান অস্ত্র গুগলি। সেটি দেয়ার জন্য ওর হাতে চার রকমের গ্রিপ আছে, যা সহজে কোনো ব্যাটসম্যান পড়তে পারবে না।
এবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন রশিদ। তার স্পিনে ঘায়েল হচ্ছেন তাবৎ বড় বড় ব্যাটসম্যান। এ স্পিনারকে খেলতে সমস্যা হচ্ছে প্রায় সবার। এখন পর্যন্ত তিন ম্যাচে ১২ ওভার হাত ঘুরিয়েছেন তিনি। উইকেট পেয়েছেন মাত্র দুটি। তবে রানের চাকা শ্লথ রেখে প্রতিপক্ষের ওপর চাপটা সৃষ্টি করেন এ উনিশের বিস্ময়। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়