শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০৮:২৭ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা সরকার মানুষের পেটের খবর রাখেন: এমপি বদি

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার):কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন,শেখ হাসিনার সরকার সকল মানুষের পেটের খবর নেই।দেশের মানুষ ঠিকমত খেতে পারছেন কিনা খোঁজ খবর রাখেন। যেমনি উখিয়া-টেকনাফের মানুষের ভালমন্দ খবরাখবর আমার নিকট থেকে নেন। যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত করেছে জনগণ। যেটি আন্তজার্তিক মহলে প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে উখিয়া-টেকনাফের কোন অসহায় মানুষ না খেয়ে থাকবে না চিন্তা করে ‘বিশেষ ভিজিএফ’ চাল বিতরণ কর্মসূচি চালু করেছে। কারণ শেখ হাসিনা জনগণের নেত্রী। তিনি রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত উখিয়া বাসীকে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির আলোকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ২৬০০ পরিবারের মাঝে প্রতি মাসে ২০ কেজি করে ফেব্রুয়ারি-মার্চ দুই মাসের একত্রে ৪০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করার ব্যবস্থা করেছেন।

বুধবার চাল বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন এমপি বদি।

তিনি আরো বলেন, মহান জাতীয় সংসদে বক্তব্যে বলেছিলাম ক্ষতিগ্রস্ত উখিয়া- টেকনাফের জনগণের কথা।প্রধানমন্ত্রী আমার কথা রেখেছেন।তাই আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আগামীতে আবারো যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসিন হয়ে বাংলার আমজনতার সেবা করতে পারেন প্রধানমন্ত্রী। আর সেই সাথে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান তিনি। পুনরায় ক্ষমতায় গেলে উখিয়া-টেকনাফের উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি উখিয়া টেকনাফের জনগণের প্রতি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এমপি বদি বলেন, উখিয়ার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে । সেই সাথে চলমান উন্নয়নে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সততার সাথে কাজ করতে হবে বলে আহবান জানান। তাহলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক উক্ত ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য নুরুল আবসার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন,ওসি (এলএসডি) মোর্শেদ করিম সবুজ,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহাবু,পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান মোজাফফর আহমদ, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ মনজুর, সাধারণ ফজল কাদের ভুট্টো, সুলতান আহমদ মেম্বার প্রমূখ। পরে ২৬০০ পরিবারের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ করেন এমপি বদি।

এসময় সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান,রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো:আলমগীর,১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোনালী,আওয়ামীলীগ নেতা বাঘা আলম,সাবেক মেম্বার আব্দুর রহিম রাজা,পালংখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল উদ্দিন,যুগ্ন আহবায়ক আব্দুল গফুর নান্নু, মো: আনোয়ার,যুবলীগ নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী,উপজেলা ছাত্রলীগ সহসভাপতি ইব্রাহিম আযাদ,উখিয়া কলেজ ছাত্রলীগ নেতা আলমগীর নিসা সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়