শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের সঙ্গে তুলনায় ‘ক্ষুব্ধ’ হন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী!

সান্দ্রা নন্দিনী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় ক্রোধান্বিত হয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। ২০১৭ সালের সেপ্টেম্বরে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’র এক প্রতিবেদনের শিরোনামে জাসিন্ডা সম্পর্কে বলা হয়েছিলো, ‘এই হলেন নিউজিল্যান্ডের জাস্টিন ট্রুডো, যদিও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সঙ্গেই বেশি মিল তার।’ আর এতেই ক্রোধে ফেটে পড়েছিলেন জাসিন্ডা।
মঙ্গলবার আমেরিকার এনবিসি টেলিভিশনে এক সাক্ষাৎকারে জাসিন্ডা বলেন, সেসময় ওয়াল স্ট্রিটের ওই তুলনাটি দেখে ‘অত্যন্ত রাগান্বিত’ হয়ে পড়েছিলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা এমন একটি দলের প্রতিনিধিত্ব করি, যে দলটি বর্তমানে আমাদের শরণার্থী কোটা দ্বিগুণ করতে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা নিজেরাই অভিবাসননির্ভর একটি জাতি। এমনকি আমি নিজেও পারিবারিকভাবে নিউজিল্যান্ডে বসবাসকারী তৃতীয়-প্রজন্মের প্রতিনিধি।’

জাসিন্ডা বলেন, ‘নিউজিল্যান্ডকে একটি রক্ষণশীল দেশ বলে মনে করা হলেও, আমরা এই বদনাম ঘোচাতে লড়াই করে যাচ্ছি। আর তাই এই মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত মন্তব্য করায় সত্যিকার অর্থেই প্রচ- রেগে গিয়েছিলাম আমি।’

প্রসঙ্গত, জাসিন্ডার লেবার জোট সরকার তার তিন বছরের মেয়াদে ২০ হাজার থেকে ৩০ হাজার লোকের অভিবাসন প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে শিক্ষাভিসায় আসা বিদেশি শিক্ষার্থী যারা নিউজিল্যান্ডে পড়তে এসে সেখানেই থেকে যায়। এছাড়া, বিদেশি কর্মীদের নিউজিল্যান্ডের কোম্পানিগুলোতে নিয়োগের নীতিমালা আরো কঠোর করার ঘোষণা দিয়েছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়