শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০৮:২১ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে জেলার প্রতিটি উপজেলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত । মোরেলগঞ্জে ঐতিহাসিক মুজিনগর দিবস-২০১৮ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহান, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ মোসলেম উদ্দিন।

বিষয়টি তাৎপর্য নিয়ে আলোচনা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস প্রমুখ।

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান।অপরদিকে পৌর সদরের উপজেলার ঐতিহ্যবাহী মোরেলগঞ্জ লতিফিয়া ফাযিল মাদ্রাসা, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়,মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়,মোরেলগঞ্জ লতিফিয়া সিনিয়র মাদ্রাসা, আবু হুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসা, আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দি লাইসিয়াম একাডেমী সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করেন ।ফকিরহাট উপজেলার শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজের উদ্যোগে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে ফকিরহাট উপজেলার শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজের উদ্যোগে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত কলেজ মিলনায়তনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বটু গোপাল দাশ। সহকারী অধ্যাপক মো: হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, দীন মহম্মদ মোল্লা, শেখ তারিকুল ইসলাম, প্রভাষক সিরাজুল ইসলাম, শেখ শামীম ইসলাম, সালমা খাতুন, পলি দাশ প্রমুখ।

সভায় বক্তারা বলেন ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবিছেদ্য অংশ। দিবসটি পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত করতে হবে অতি দ্রুততার সাথে যার ফরে শিক্ষার্থীরা দিবসটি সম্পর্কে জানতে পারবে এবং স¦াধীনতার মূল্যবোধ ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অংশ নেবে।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনে মঙ্গলবার সকালে এক র‌্যালি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মামুন আল ফারুকের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিনুল আলম ছানা।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল হাসান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন-যুব উন্নয়ন অফিসার এস এম মিজানুর রহমান শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, হায়দার মামুন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ। বাগেরহাটেরকচুয়ায় নানা কর্মসুচির মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানার নেতৃত্বে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বপন চক্রবর্তি, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী প্রমুখ।

র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানার সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়।

এ উপলক্ষে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরুর তিন সপ্তাহের মাথায় নির্বাচিত প্রনিধিদের নিয়ে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারের নেতৃত্বেই পরিচালিত হয় মুক্তিযুদ্ধ, ৯ মাসের সংগ্রামের মধ্যদিয়ে আসে চূড়ান্ত বিজয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এই সরকার গঠন স্বাধীনতা অর্জনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন ইতিহাসবিদ-গবেষকগণ।

একাত্তরের পঁচিশেমার্চ নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানী বাহিনীর বর্বরোচিত গণহত্যা শুরুর পর থেকেই প্রতিরোধ লড়াই শুরু হয় দেশের বিভিন্ন এলাকায়। যার নির্দেশনা ৭ই মার্চের ভাষণেই দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব।

দেশের ভেতর যখন প্রতিরোধ লড়াই চলছে তখন ৭০ এর নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের নেতারা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে তৎপর। বঙ্গন্ধুর পূর্ব নির্দেশ অনুযায়ী সীমান্তে পৌঁছে সংগঠিত করেন জনপ্রতিনিধিদের। মাত্র দু সপ্তাহের প্রচেষ্টায় ১০ই এপ্রিল গঠিত হয় প্রবাসী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, এম মনসুর আলীকে অর্থমন্ত্রী, এই এচ এম কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং খন্দকার মোস্তাক আহমেদকে পররাষ্ট্রমন্ত্রী করে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

এরপর ১৭ই এপ্রিল প্রায় ৫০জন বিদেশী সাংবাদিক ও হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাংলাদেশের মুক্তাঞ্চল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আম বাগানে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে এই সরকার, যা পরবর্তীতে পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।

নয় মাস পাকিস্তানের কারাগারে বন্দি থাকলেও বঙ্গবন্ধুর পূর্ব নির্ধারিত পরিকল্পনাতেই যুদ্ধ চলেছে বলে মনে করেন গবেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়