শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০৯:৫৬ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাউন্ড বক্স বাজিয়ে ও গলায় ব্যানার ঝুলিয়ে সন্তানকে খুঁজছেন বাবা

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে হারিয়ে যাওয়া সন্তানকে রাজধানীর বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন এক বাবা। ঘুরে ঘুরে সাউন্ড বক্স বাজিয়ে হারানো সন্তানকে খুঁজছেন তিনি।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগের সামনে সাউন্ড বক্স বাজিয়ে ও সন্তানের ছবি দিয়ে ছোট একটি ব্যানার গলায় ঝুলিয়ে হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ করেছেন আনসার আলী নামের ৬০ বছরের এ বৃদ্ধ।

তিনি জানান, দুই ছেলের মধ্যে বড় ছেলে লিটন মিয়া মানসিক সমস্যার কারণে গত মাসের শেষের দিকে ঢামেকে ভর্তি করা হয়।

আনসার আলী জানান, হাসপাতালে ভর্তির পর থেকে সন্তানের দেখাশুনা করতেন তিনি নিজেই। এসময় তারা ঢামেকের ৩১৪ নম্বর ওয়ার্ডেরর ১ নম্বর বেডে অবস্থান করছিলেন। চলিত মাসের ৮ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে ঘুম থেকে উঠে আনসার আলী দেখেন, তার পাশে লিটন নেই। এসময় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরের দিন শাহবাগ থানায় নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর প্রতিদিন সাউন্ড বক্স বাজিয়ে ও ব্যানার গলায় ঝুলিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন তিনি।

রংপুর সদর উপজেলার আরাজি তামপাট গ্রামের বাসিন্দা আনসার আলী বলেন, কোথাও সন্ধান না পেয়ে হারিয়ে যাওয়া স্থানে এসে খুঁজতে শুরু করেছি ছেলেকে। কবে পাবো তা জানিনা।

এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন জানান, হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় হারিয়ে যাওয়া নিখোঁজের একটি জিডি করেন লিটনের বাবা। পুলিশও তাকে খুঁজে বের করার কাজ অব্যাহত রেখেছে। সূত্র : বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়