শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি পুরা ছন্নছাড়া হয়ে পড়ছি, আমায় বেঁধে রেখো’

নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র মো. সাইফুজ্জামান খান সাইমের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে শৈলকূপা থানার ক্যাম্পাসের পাশের শেখপাড়া বাজারের ফরহাদের মেস থেকে লাশটি উদ্ধার করা হয়। সেখানে পাওয়া একটি ডায়রিতে লেখা ছিল- ‘আমি পুরা ছন্নছাড়া হয়ে পড়ছি, আমায় বেঁধে রেখো।’

সাইম ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ১২ নম্বর লস্কারদিয়া ইউনিয়নের আজিয়া গ্রামে। বাবার নাম আজম খান ও মায়ের নাম হাবিবুন্নাহার।

শৈলকূপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘আমরা লাশ থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে বুধবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

পুলিশ জানিয়েছে, ডায়রির আরও তিন পৃষ্ঠাজুড়ে লেখা ছিল- ‘আজ আমার কেন জানি মনে হচ্ছে, আমি হয়তো তোমার জীবন নষ্ট করে দেবো। তোমায় কি কোনও দিন সুখে রাখতে পারবো, জানি না— আমি তোমার জন্য ঠিক কি না। বাবু তোমায় অনেক ভালোবাসি। যেই দিন শেষ প্রশ্বাস নেব এই দিন তোমায় হয়ত একটু বোঝার সুযোগ দিব যদি বুঝতে পারো বুঝে নিও এই দিন।’

এলাকাবাসী ও সহপাঠীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকেই তার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে তারা দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি করলেও তার কোনও সাড়া পাওয়া যায়নি। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যপক ড. মাহবুবর রহমান ঘটনাস্থলে আসেন। দরজা ভাঙা পর ভেতরে তার লাশ পাওয়া যায়।

সিয়ামের সহপাঠী মুজাম্মেল ও শিহাব বলেন, গত কয়েকদিন যাবত সে হতাশায় ভুগছিল। আমাদের সঙ্গে তা শেয়ারও করেছিল। তবে, এরকম কিছু করবে আমরা বুঝিনি। সে সব সময় একাকী থাকলেও সোমবারও বৈশাখী মেলার শেষদিন আমাদের সঙ্গে আড্ডায় মেতেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক তার আরেক বন্ধু জানান, ফরিদপুর সরকারি সারদী সুন্দর কলেজের অনার্স প্রথম বর্ষের এক মেয়ের সঙ্গে সাইমের প্রেমের সম্পর্ক ছিল। সূত্র : বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়