শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০৮:১৫ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঠাও অফিসে তালা রাইডারদের

ডেস্ক রিপোর্ট : বকেয়া টাকা ও বোনাস পরিশোধ না করার অভিযোগে সিলেটের কুমারপাড়াস্থ পাঠাও অফিসে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।

১৭ এপ্রিল, মঙ্গলবার পাঠাওয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সিলেট নগরীর কুমারপাড়াস্থ অফিসে তালা দিয়েছেন প্রতিষ্ঠানটির রাইডাররা।

বকেয়া টাকা ও বোনাস পরিশোধের দাবিতে গত দুদিন ধরে রাইডাররা পাঠাও কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। রাইডারদের বিক্ষোভের কারণে দুইদিন ধরে সিলেটে বন্ধ রয়েছে পাঠাওয়ের পরিবহন সেবা।

পাঠাওয়ের নিবন্ধিত রাইডাররা জানান, সিলেটে ২০০ পাঠাওয়ের নিবন্ধিত রাইডার রয়েছেন। তাদের অভিযোগ, আগে প্রতিদিনের টাকা প্রতিদিন পরিশোধ করত প্রতিষ্ঠানটি। এখন তা তারা করছে না।

রাইডাররা আরও অভিযোগ করেন, প্রতি রাইডের একটা অংশ প্রদান ছাড়াও প্রতি সপ্তাহেই পাঠাও রাইডারদের জন্য বিশেষ বোনাস অফার প্রদান করে। গত সপ্তাহে তারা অফার দিয়েছিল রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিনে ৩৫টি রাইড দিলে বোনাস ১৫শ টাকা, ৪৫টি রাইড দিলে বোনাস ২ হাজার টাকা এবং ৬৫টি রাইড দিলে বোনাস আড়াই হাজার টাকা প্রদান করবে।

এই অফার পেয়ে অনেক চালকই গত সপ্তাহে ৪০ থেকে সর্বোচ্চ ৬৫টি রাইড দেন। কিন্তু পাঠাও কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুত বোনাস প্রদানে অপারগতা জানান। এতে ক্ষুব্ধ হয়ে ১৬ এপ্রিল, সোমবার থেকে দুই শতাধিক রাইডার সেবা বন্ধ রেখে নগরীর কুমারপাড়ার পাঠাও কার্যালয়ে বিক্ষোভ করেন। মঙ্গলবারও তারা অফিসে তালা দিয়ে বিক্ষোভ করেন।

এ ব্যাপারে পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসেইন এম ইলিয়াস বলেন, ‘রং ইনফরমেশন (ভুল তথ্য)।’ পরে তিনি ‘স্যরি’ বলে লাইন কেটে দেন।

গত বছরের ১০ ডিসেম্বর থেকে সিলেটে যাত্রীসেবা দেওয়া শুরু করে স্মার্টফোনের অনলাইন অ্যাপসভিত্তিক মোটরসাইকেল যাতায়াত সেবা প্রতিষ্ঠান ‘পাঠাও’।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়