শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০৮:১৫ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী করে আনন্দ পান অক্ষয় কুমার?

আবু হোসাইন শুভ : অ্যাকশন কিংবা কমেডি সিনেমায় নিয়মিত অভিনয় করা অভিনেতা অক্ষয় কুমার এখন সামাজিক সচেতনতামূলক সিনেমায় অভিনয় করছেন। ‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমার পর ‘প্যাডম্যান’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।

শুধু অভিনয়ই নয়, বাস্তব জীবনেও তিনি সমাজসেবামূলক কাজ করেন। কখনো সাধারণ মানুষের জন্য টয়লেট বানান, তো কখনো ছাত্রীদের মধ্যে স্যানিটারি প্যাড বিতরণ করেন। এমন কাজগুলো করে নাকি আনন্দ পান অভিনেতা অক্ষয় কুমার।

সম্প্রতি এশিয়ান হার্ট ইনস্টিটিউট ও একটি সংবাদমাধ্যম থেকে আয়োজন করা হয় হ্যাপি হার্ট ইন্ডিয়া ক্যাম্পেইন। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে অক্ষয় জানালেন, কাউকে সাহায্য করতে পারলে তিনি আনন্দ পান।

এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য স্বাস্থ্যকর লাইফস্টাইল, স্বাস্থ্যকর হার্ট ও হাসিখুশি জীবনের বার্তা দেওয়া। এছাড়া ২০০ জন দুস্থ শিশুকে বিনামূল্যে হার্ট সার্জারির সুযোগও করে দেবে এই সংস্থা।

ব্যক্তিগত জীবনেও স্বাস্থ্যকর জীবনযাত্রা পালন করেন অক্ষয়। নিয়ম মেনে চলতে ভালোবাসেন তিনি। এই ভালো লাগা থেকেই ক্যাম্পেইনে যোগ দিতে রাজি হন।

অক্ষয় এই প্রসঙ্গে বলেন, ‘কোনো শিশুকে রোগে ভুগতে দেখে তার জন্য কিছু করতে না পারলে তা বাবা-মাকে খুব কষ্ট দেয়। আমার দেখে ভালো লাগছে যে এই উদ্যোগের ফলে ২০০ জন শিশু ও তাদের পরিবার একটা হাসিখুশি জীবন পাবে। কোনো একটা উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে আর একই কারণে মানুষের কাছে পৌঁছাতে পারলে আমি আনন্দ পাই।’ সূত্র : প্রিয়.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়