শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০৪:৫০ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিত ও লুইসের তান্ডবে বেঙ্গালুরুর টার্গেট ২১৪

স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। উমেশ যাদবের করা ইনিংসের প্রথম দুই বলেই দুই উইকেট হারিয়ে বসে মুম্বাই। সুর্যকুমার যাদবকে (০) প্রথম বলেই পরাস্ত করেন উমেশ। পরের বলে ডাক মারেন ইশান কিশানও (০)। ওরকম শুরুর পর মুম্বাই দর্শকরা কি চতুর্থ পরাজয়ের প্রস্তুতি নিতে শুরু করলেন?

কিন্তু মুম্বাই দর্শকদের মনে আনন্দ ফেরালেন ইভিন লুইস ও রোহিত শর্মা। দুর্দান্ত ব্যাট করলেন এই দুজন। লুইসের ৬৫ আর রোহিতের ৯৪ রানে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে রানের পাহাড় গড়লো মুম্বাই।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৩ রান করেছে মুম্বাই। জিততে হলে বিরাট কোহলির বেঙালুরুকে করতে হবে ২১৪ রান। আগের তিন ম্যাচের একটিতেও জয় পায়নি মুম্বাই। এই ম্যাচে কি জয়ে ফিরবে মোস্তাফিজুর রহমানদের দল?
শুরুর দুই বলে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন রোহিত-লুইস। এই জুটিতে দুজনই ছিলেন বিষ্ফোরক। লুইস ৪২ বলে ৫টি ছক্কা ও ৬ চারে ৬৫ রান করেন। তাকে ফেরান কোরি অ্যান্ডারসন।
এরপর রোহিতের সঙ্গে ক্রুনাল পান্ডিয়ার জুটি ৪০ রানের। ক্রুনাল ১৫ করে ফিরলে পঞ্চম উইকেটে পোলার্ডকে নিয়ে ৩০ রান যোগ করেন রোহিত। এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে ২৯ রানের জুটি হয়েছে মুম্বাই অধিনায়কের। ২০তম ওভারের পঞ্চম বলে আউট হন রোহিত। আর ইনংসে ১০টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কা। শেষ দিকে ৫ বলে ১৭ রান করেছেন হার্দিক পান্ডিয়া।
বেঙালুরুর পক্ষে উমেশ যাদব ও কোরি অ্যান্ডারসন সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়