শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০২:৪৯ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশবাড়ীতে মরা গরুর মাংস বিক্রি কালে হাতে-নাতে কসাই আটক

আরিফ উদ্দিন,পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে মরা গরুর মাংস বিক্রি কালে হাতে-নাতে কসাই তারা মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে আটককৃত কসাইয়ের ২১ দিনের জেল এবং ৬ মাস মাংস বিক্রয় বন্ধের সাজা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে পেশাদার কসাই তারা মিয়া একই গ্রামের দুলা মিয়ার মালিকানাধীন আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের একটি অসুস্থ বকনা গরু মাত্র ৮ হাজার টাকায় কিনে নেন।

এদিকে; প্রায় মৃত্যু মুখে পতিত গরুর মালিক দুলা মিয়ার বাড়ী থেকে জবাই করার উদ্দেশ্যে গরুটি সরাসরি রিক্সাভ্যান যোগে স্থানীয় গোডাউন বাজারে নেয়া হয়।

গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরা গরুর মাংস উদ্ধারসহ কসাই তারা মিয়াকে হাতে-নাতে আটক করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) মো.আরিফ হোসেন অবগত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় ভ্রাম্যমান আদালতে ধৃত কসাই তারা মিয়ার ২১ দিনের জেল তৎসহ ৬ মাস কোন প্রকার গরু-ছাগল জবাই নিষিদ্ধ ঘোষনা করে রায় প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়