শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০১:৫৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্রের নামে ইউরোপে গৃহযুদ্ধ চলছে: ম্যাক্রোঁ

লিহান লিমা: গণতান্ত্রিক স্বাধীনতা ও জাতীয় স্বার্থের আড়ালে ইউরোপিয় ইউনিয়নের দেশগুলো গৃহযুদ্ধে মেতেছে বলে সর্তক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউরোপিয় পার্লামেন্টে দেয়া নিজের প্রথম এই ভাষণে ম্যাক্রোঁ ইইউকে গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা পুন:জাগরিত করার আহ্বান জানান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইইউ কিভাবে নিজকে সুগঠিত করেছিল তা স্মরণ করে ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের অবশ্যই জনগণের প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে ইইউ’র সার্বভৌমত্বকে সুদূঢ় করতে হবে।’

এই সময় তিনি ইউরোপের মধ্যে বাস করা সংকীর্ণমনা ও ইইউবিরোধীদের নিন্দা জানিয়ে বলেন, ‘জাতীয় স্বার্থপরতা এবং নেতিবাচক মনোভাবের কারণে ইউরোপের মধ্যে যে বিভক্তি তৈরি হয়েছে তা গৃহযুদ্ধের সামিল। স্বাধীনতার অসুস্থ প্রতিযোগিতা ও লোভ ইউরোপকে বিভক্ত করছে।’ ব্রেক্সিটের উদাহরণ টেনে তিনি বলেন, ‘মানুষ বলে তারা ইউরোপে থাকতে চায় না। তারা তাদের জনগণকে রোমাঞ্চকর অভিযানের স্বাদ দেখাতে চায়।’ ম্যাক্রোঁ বলেন, ‘ব্রেক্সিটের ফলে ইইউ বাজেটের যে ঘাটতি হবে তা কিছু ইইউদেশকে পূরণ করতে হবে। ফ্রান্স ইইউ’র প্রতি নিজের অবদান বাড়াতে প্রস্তুত।’ রাশিয়ার উদাহরণ টেনে ম্যাক্রোঁ বলেন, ‘ইইউ কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করে যাবে।’

তিনি আরো বলেন, ‘সত্যিকারের ইউরোপিয়দের রাজনৈতিক আদর্শ আমাদের কিছু ঘনিষ্ঠ মিত্রের থেকে আলাদা। ইউরোপিয়ানদের অবশ্যই মুক্ত গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকারের পক্ষে থাকতে হবে। যেমন, মিত্রদেশ আমেরিকার সঙ্গে আমদের স্বার্থগত অনেক মিল থাকলেও দেশটি বৈচিত্র, মুক্ত বাণিজ্য ও জলবায়ূ পরিবর্তনের ধারণাকে প্রত্যাখান করে।’ এই সময় তিনি শরণার্থীদের স্বাগত জানানোর জন্য ইইউ’র একটি স্থানীয় অর্থনৈতিক তহবিল গঠনের প্রস্তাব দেন।

ম্যাক্রোঁর বক্তব্য ইইউ কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লঁদ জাঙ্কারের দ্বারা প্রশংসিত হলেও জার্মানির এমপি ম্যানফ্রেড উইবার বলেন, ‘ভাল ইউরোপিয়ান এবং খারাপ ইউরোপিয়ান, এমন তকমা লাগিয়ে জনগণকে রাজনৈতিকভাবে বিভক্ত করা উচিত নয়।’

প্রসঙ্গত, ২৮ দেশের এই জোটের কাছে বর্তমানে হাঙ্গেরির প্রেসিডেন্ট ডানপন্থী, ইইউ নীতির সমালোচক ভিক্টর অরবানের তৃতীয়বারের মত বিপুল ভোটে বিজয়, ইউরোপিয় ভোটারদের ওপর রুশ প্রভাব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গার্ডিয়ান, বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়