শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজিবের মামলা হাইকোর্টে চালাবেন আইনজীবী

এস এম নূর মোহাম্মদ : দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজ ছাত্র রাজিব চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেলেও হাইকোর্টে বিচারাধীন মামলা চালিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার জানতে চাইলে ব্যারিস্টার কাজল বলেন, রাজিবের মৃত্যুর কারণে এ মামলাটির বিষয়বস্তু শেষ হয়ে যায়নি। এ মামলা আমি চালিয়ে যাবো। কারণ রাজীব তো প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনার একটা নজির মাত্র। এমন ঘটনা তো প্রতিদিনই ঘটছে।

কাজল বলেন, রাজিবের মৃত্যুর কারণে এ রিটের সারবত্ত্বা আরও বেড়ে গেলো। এখন অবকাশ চলছে। অবকাশের পর বিষয়টি নজরে আনবো। গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে রাজিব দুই বাসের চাপে নিজের হাত হারান। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে পরদিন হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে হাত হারানোর ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে রাজিবের চিকিৎসার সমস্ত ব্যয় বহনের জন্য বিআরটিসি কর্তৃপক্ষ ও স্বজন পরিবহনের মালিককে নির্দেশ দেয়া হয়।

এছাড়া যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনে আইন সংশোধন ও নতুন করে বিধিমালা করতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়