শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে মোড়েলগঞ্জে ৪ শতাধিক পরীক্ষার্থীর বিক্ষোভ-মানববন্ধন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটে মোড়েলগঞ্জে চলতি এইচএসসি পরীক্ষার ৯ম দিন সোমবার দুপুরে ৪ শতাধিক পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

কক্ষ পরিদর্শকদের পক্ষ থেকে হুমকি, অশোভন ও পক্ষপাতমূলক আচরনের প্রতিবাদে পরীক্ষা শেষে বেলা ২টার দিকে এসএম কলেজের পরিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। পরে তারা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে এবং বিচারের দাবিতে নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ সময় পরিক্ষার্থীদের দাবি পূরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা শান্ত হয়ে ফিরে যায়। পরে এসএম কলেজ ও রওশন-আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষকে নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগ পর্যালোচনা করেন এবং তা সমাধানে একমত হন।

পরীক্ষার্থীদের দায়ের করা অভিযোগে জানা গেছে, এসএম কলেজের পরীক্ষার্থীরা রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজে পরীক্ষা দিচ্ছেন। সেখানে ওই কলেজের শিক্ষক তথা কয়েকজন কক্ষ পরিদর্শক এসএম কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেয়ার হুমকি দিয়েছেন। এ ছাড়াও যথাসময়ে প্রশ্ন ও উত্তরপত্র না দেয়া, পরীক্ষা কেন্দ্রে মানষিকভাবে হয়রানি করা, অনেকের সাথে অশোভন ও পক্ষপাতমূলক আচরণ করার হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়