শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে লাইটার জাহাজ উদ্ধারের নেই তৎপরতা

[caption id="attachment_518897" align="alignnone" width="750"] ফাইল ছবি।[/caption]

সাজিয়া আক্তার : সুন্দরবনে হাড়বাড়িয়ায় ডুবে যাওয়া লাইটার জাহাজ উদ্ধারের তেমন তৎপরতা নেই । খুব সহসায় উদ্ধার হয়ার কোন সম্ভাবনাও দেখছেন না বন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন ১৫ দিন সময় দেওয়া হয়েছে জাহাজ মালিক কর্তৃপক্ষ্যকে। এই সময়ে উদ্ধার করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কয়লা বাহি জাহাজডুবির ফলে পানির গুনাগুন নষ্ট হয়নি বলে দাবি পরিবেশ অধিদপ্তরের।

সুন্দরবনের মঙ্গলাবন্দর চ্যানেলে পশুর নদীর হাড়বাড়িয়ায় এমটিবিলাশ নামে লাইটার জাহাজটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বনের নিরাপত্তা রক্ষীরা বলছেন জাহাজটি ডুবে যাওয়ার পর বার বার মালিক পক্ষ্যের সাথে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু এখনো ঘটনা স্থলে আসেনি মালিক পক্ষ্যের কেউ।

বন নিরাপত্তা রক্ষীরা বলেন, আমাদের লোক মাস্টারব্রিজে নেমেছে, এর পর কোন উদ্ধারকারি বা অন্যকাউকে দেখিনি। মালিক পক্ষ তাদের জাহাজ ডুবে গেছে তবু ঘটনা স্থলে এখনো আসেনি।

লাইটার জাহাজ ডুবে যাওয়ায় পানির গুনাগুন নষ্ট হচ্ছে কিনা তা পরীক্ষা করেছে পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। তাদের দাবি প্রাথমিক পরিক্ষায় পানি দূষণের তেমন কোন প্রমাণ পাননি তারা।

পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছে, পানির স্বাভাবিক যে তাপমাত্রা, পানিতে যে উপাদান থাকে তার কোন পরিবর্তন হয়নি তা আমরা নিশ্চিত হয়েছি। পানির যে গুনগতমান তা অন্য জায়গার পানির মতই স্বভাবিক আছে।

বন সংশ্লিষ্টরা বলছেন খুব দ্রুত জাহাজ অপসারনে জাহাজ মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে, তা না মানলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সাহারা এন্টারপ্রাইস এর সাথে যোগাযোগ করা হয়েছে, তারা অতি শীঘ্রই কার্গোটি অপসারনে ব্যবস্থা করবে, এর ব্যত্বয় ঘটলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

মোংলা বন্দর হারবার অ্যান্ড মেরিন যুগ্ম সচিব আবদুল বাতেন মিয়া বলেন, আমরা ১৫ দিনের সময় দিয়েছি, ১৫ দিনের মধ্যে জাহাজটি উত্তোলন করতে হবে। জাহাজ উত্তোলন করতে না পারলে এটা আমরা আমাদের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আমরা উদ্ধার কাজ চালাব।

এর আগেও ২০১৪ সালে শেলা নদীতে তেলবাহী কার্গো ডুবে যায়, পরের বছর মরাভরা নদীতে রাসবাহী আর পশুর নদীতে ডুবে কয়লা বুঝায় জাহাজ। ২০১৬ সালে শেলা নদীর হরীণটানা এলাকায় ডুবে যায় কয়লাবাহী আরো একটি কার্গো জাহাজ।

সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়