শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে রাস্তা কেটে কলাগাছ রোপণের ঘটনায় সংঘর্ষে আহত-১২

খোকন আহম্মেদ হীরা,বরিশাল: বরিশালে রাস্তা কেটে কলাগাছ রোপণের ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে জেলার গৌরনদী উপজেলার সরিকল বন্দরে দুইগ্রুপের সংঘর্ষে ১২জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে শেবাচিম ও একজনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় স্থানীয় ব্যবসায়ী শিমুল হাওলাদারকে আটক করে পুলিশ। রাস্তা কাটার ঘটনায় মঙ্গলবার সকালে নারায়নগঞ্জের এমপি শামীম ওসমানের পিএ গৌরনদীর সাকোকাঠী গ্রামের মান্না মোল্লাসহ ১৫জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, সরিকল ইউনিয়নের সাকোকাঠী গ্রামের মজিদ মোল্লার পুত্র প্রভাবশালী পান্না মোল্লা ও তার সহদর মান্না মোল্লা প্রভাব খাটিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই শাহাবুদ্দিন মোল্লা ও তার সহযোগী জুয়েল মৃধার সহযোগীতায় রবিবার দিবাগত মধ্যরাতে উত্তর সাকোকাঠী গ্রামের প্রায় শত বছরের পুরনো মাটির রাস্তা কেটে কলাগাছ রোপন করেন। এ ঘটনায় সোমবার সকালে ওই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হলে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ঘটনার জেরধরে সোমবার দিবাগত রাত আটটার দিকে সরিকল বন্দরের চাল ব্যবসায়ী নাসির মোল্লা গ্রুপের ওপর মান্না মোল্লা গ্রুপের খোকন মৃধা ও তার সহযোগীরা হামলা চালায়। এসময় উভয়গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষে নাসির মোল্লা তার পুত্র নিক্সন মোল্লা, ভাতিজা জুয়েল মোল্লা, শান্ত মোল্লা ও মোটরসাইকেল চালক সুজন, প্রতিপক্ষের খোকন মৃধা, সুমন মৃধাসহ উভয় গ্রুপের কমপক্ষে ১২ জন আহত হয়। গুরুতর আহত নাসির মোল্লা ও তার পুত্র নিক্সন মোল্লাসহ পাঁচজনকে শেবাচিম হাসপাতালে ও একজনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় প্রতিপক্ষের লোকজনে নাসির মোল্লার দোকান ভাংচুর করে লুটপাট এবং সুজনের মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে বলে নাসির মোল্লা অভিযোগ করেন। খবর পেয়ে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এনিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়