শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে কমছেই না গণধর্ষণ

আসিফুজ্জামান পৃথিল :

*হরিয়ানায় বস্তাবন্দী বালিকার লাশ
*বর্ধমানে কিশোরী ধর্ষণ
*আসিফার ধর্ষকদের বিচারের দাবীতে শ্রীনগরে ব্যবসায়ীদের বিক্ষোভ

ভারতে বন্ধই হচ্ছে না গণধর্ষণের ঘটনা। জম্মু-কাশ্মীরের কাটোয়ায় আসিফা বানু নামের ৮ বছরের এক শিশুকে মন্দিরে আটকে ক্রমাগত গণধর্ষণের পর হত্যার ঘটনা প্রতাশিত হলে তোলপাড় শুরু হয় পুরো দেশজুড়ে। এরপর উঠে আসে উন্নাও ও সুরাটের গণধর্ষণের ঘটনা। এরই মধ্যে হরিয়ানায় পাওয়া গেছে ধর্ষণের শিকার হওয়া এক তরুণীর বস্তাবন্দী লাশ। পশ্চিমবঙ্গের বর্ধমানে চরকের মেলা থেকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এক কিশোরিকে।

বিজেপি শাসিত হরিয়ানার রোহতক থেকে উদ্ধার হয়েছে এক বালিকার গলা পচা দেহ। মেয়েটির পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, ৯-১০ বছরের বালিকাটিকেও ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

রবিবার রোহতকের টিটোলি গ্রামের একটি নালায় বড়সড় একটি সবুজ ব্যাগ ভাসতে দেখা যায়। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। এক পুলিশ সদস্য বলেছেন, ‘ব্যাগ খুলতেই আমরা চমকে উঠেছিলাম। পচেগলে যাওয়া দেহটিতে একটি হাত ছিল না। সম্ভবত কোন পশু মৃতদেহটি খুবলে খেয়েছ।’ মনে করা হচ্ছে, কমপক্ষে ৫ দিন আগে তাকে খুন করা হয়েছে।

কয়েক দিন ধরেই উন্নাও ও কাঠুয়ার ঘটনা নিয়ে প্রবল চাপে রয়েছে দুই রাজ্যের বিজেপি সরকার। দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। প্রথমে চুপ থাকলেও মুখ খুলতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্যাতিতাদের সুবিচার মিলবে বলে তিনি আশ্বাসও দিয়েছেন। কিন্তু এর পরে তাঁর নিজের রাজ্য গুজরাটেও শিশুধর্ষণ এবং খুনের ঘটনা সামনে উঠে আসে। প্রায় ১০ দিন আগে সুরাতের পা-সেরা এলাকায় জঞ্জালের স্তূপ থেকে থেকে উদ্ধার হয়েছিল ১১ বছরের বালিকার মরদেহ। তার শরীরে অন্তত ৮০টি আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গণধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের বর্ধমানে ঘটেছে আরেকটি গণধর্ষণের ঘটনা। শহরের কাছের একটি চড়কের মেলা দেখতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল ১৬ বছর বয়সের এক কিশোরী। তাকে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে মোটরবাইকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলের ভিতর দুজন যুবক ধর্ষণ করে । রবিবার রাতে ঐ ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করেন। পরে পুলিশ এসে কিশোরীকে স্থানীয় ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করায়। রাতেই ঐ কিশোরী মামলা করেছেন। যুবকদের দেখলে সে চিনতে পারবে বলে পুলিশকে জানিয়েছে ঐ কিশোরী।

কাঠুয়া ধর্ষণ ও খুনের মামলা স্থানান্তরিত করার ব্যাপারে আসিফার বাবার করা আবেদন নিয়ে মেহবুবা মুফতি সরকারের অবস্থান ২৭ এপ্রিলের মধ্যে জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। অন্য দিকে শিশু ধর্ষণের মামলায় দ্রুত বিচার চেয়ে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গড়ার দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধী। মঙ্গলবার নরেন্দ্র মোদীর উদ্দেশে রাহুলের বলেছেন, ‘প্রধানমন্ত্রী যদি আন্তরিক হন, তাহলে বালিকাদের ধর্ষণের মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করুন।’

কাঠুয়া ও উন্নাওয়ের ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাহুল গাঁন্ধীর মধ্যরাতের মোমবাতি মিছিলের পরে মুখ খুলতে বাধ্য হন নরেন্দ্র মোদী। মিছিলের পরের দিনই মোদী জানান, দেশের মেয়েরা বিচার পাবেই। তবে বিজেপির একটি ধর্মের অযুহাতে অভিযুক্তদের সমর্থন জানানোয় বিজেপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের স্থানীয় ব্যবসায়ীরা আসিফার ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করেছে। শ্রীনগরের ব্যস্ততম রাস্তা লাল চকে এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এর ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। কাকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক আহমেদ বাকতো বলেছেন, ‘আমরা অপরাধীদের একটি দৃষ্টান্তমূলক বিচার চাই। যাতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।’ - গ্রেট কাশ্মীর, দ্য হিন্দু, আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়