শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনের রাস্তায় আরেক তরুণ খুন

নূর মাজিদ: গত ৫ই এপ্রিল পূর্ব লন্ডনের হ্যাকনি সড়কে ধারালো ছুরির আঘাতে এক ব্যক্তি খুন হবার পর সোমবার রাত ১১.৫৫ মিনিটে আরেক ব্যক্তিকে একই কায়দায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি ১৮ বছরের তরুণ। তাকে লন্ডনের উত্তর ফরেস্ট গেট এলাকার রাস্তায় ধারালো ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কিন্তু পুলিশ এখনও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এদিকে এই মাসের শুরুতে তানিশা মেলবোর্ন নামের এক ১৭ বছরের কিশোরীকে লন্ডনের রাস্তায় গুলি করে হত্যা করা হয়, সে সময় আহত হয় আরেক কিশোর। ২০১৭ সালে লন্ডনের রাস্তায় প্রায় ৮০ জন ছুরিকাঘাতে নিহত হন। তবে, সাম্প্রতিক কালের হামলাগুলো মূলত তরুণদের উদ্দেশ্য করে পরিচালিত হচ্ছে। শুধুমাত্র ২০১৮ সালের শুরু থেকেই এখন পর্যন্ত পরিচালিত এসব হামলায় ১১জন তরুণ নিহত হয়েছেন। এদের অনেকেই অভিবাসী বা দ্বিতীয় প্রজন্মের ব্রিটিশ নাগরিক। বিশ্লেষকদের ধারণা, ব্রিটিশ সমাজে অব্যাহত ইসলামিক সংস্কৃতির চর্চা সমাজের শ্রেণীকে ইসলাম ও অভিবাসী বিদ্বেষী করে তুলছে।

এ বছরের ২০ই ফেব্রুয়ারি ১৮ বছরের মিসরিয় অভিবাসী তরুণী মারিয়াম মোস্তফাকে বর্ণবাদী স্লোগান দিয়ে গণপিটুনিতে আহত করে একদল ব্রিটিশ নারী। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও সেখানকার চিকিৎসকেরা তাদের দায়িত্বে অবহেলা করেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি চলে যেতে বলেন। বাড়ি ফেরার পর মস্তিস্ক ও ফুসফুসে রক্তক্ষরণে মারা যান মারিয়াম মোস্তফা। তার পরিবারের দাবী ,মারিয়ামের খুনিদের সুরক্ষা দিচ্ছে পুলিশ। গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়