শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালবাজারের সমনে সায় দেবেন না শামি

স্পোর্টস ডেস্ক : গতকাল দিল্লি ডেয়ারডেভিলসের খেলা ছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ইডেন গার্ডেনে খেলা অনুষ্ঠিত হওয়ায় কলকাতায় আসতে হয়েছিল দিল্লির ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে। এসেই সমন পেয়েছিলেন লালবাজার থানার। তবে লালবাজারের ডাকে আপাতত সায় দিচ্ছেন না ভারতীয় পেসার। মঙ্গলবারের সেই সমনে বলা হয়, বুধবার হাজিরা দেওয়ার জন্য। কিন্তু সেই হাজিরা এড়াতে চাইছেন মোহাম্মদ শামি। জিনিউজের বরাতে জানা গেছে, ইতিমধ্যে আরও সময় চেয়ে শামির আইনজীবী চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশের সদর দফতরে।

সোমবার কলকাতায় খেলতে এলেই স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে শামিকে জেরার মুখে পড়তে হবে, এমন আশঙ্কা আগে থেকেই ছিল। সেই আশঙ্কাই সত্যি হয়েছে মঙ্গলবারের ঐ সমনে। দিল্লির হয়ে কলকাতায় খেলা শেষ হতেই মোহাম্মদ শামির কাছে পৌঁছে যায় লালবাজারের সমন। বুধবার দুপুর দুইটায় তাকে লালবাজার থানায় হাজিরার নির্দেশ দেয় কলকাতা পুলিশ।

আইপিএল নিয়ে আপাতত তিনি ব্যস্ত আছেন জানিয়ে কিছুটা সময় চেয়ে আইনজীবী মারফৎ কলকাতা পুলিশের সদর দফতরে চিঠি পাঠিয়েছেন শামি। আইপিএলের পরেই তদন্তকারীদের মুখোমুখি হতে চাইছেন এই ভারতীয় পেসার। এমনকি জানা যাচ্ছে, গ্রেফতার এড়াতে আইজীবীর সঙ্গে কথা বলে হাইকোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের প্রস্তুতি নিতে চলেছেন শামি। শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রী নির্যাতন, ধর্ষণ, হত্যাচেষ্টা-সহ একাধিক অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন স্ত্রী হাসিন জাহান। জিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়