শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন পারছে না ছাত্রলীগ

সাইদুর রহমান : কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রচণ্ড দ্বিধাবিভক্তি চলছে ছাত্রলীগে। সরকারি দল আওয়ামী লীগ এ আন্দোলন ঠেকাতে ছাত্রলীগের ব্যর্থতাকেও খাট করে দেখছেন না। ফলে ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব ব্যাপক চাপের মুখে পড়েছে। ছাত্রলীগের নেতৃত্বে সমন্বয়হীনতা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বারবার উম্মোচিত হয়ে পড়ছে। ছাত্রশিবির ও ছাত্রদলের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে হামলা ঠেকাতে পিছু হটেছে ছাত্রলীগ এমন অভিযোগও রয়েছে। জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগে বিভক্তিসহ নানাবিধ চাপের মধ্যে দৃঢ় নেতৃত্বের বহি:প্রকাশ স্পষ্ট হয়ে উঠেছে ছাত্রলীগে।

সঙ্গত কারণেই আওয়ামী লীগের হাইকমান্ড ক্ষুব্ধ ছাত্রলীগের শীর্ষ দুই নেতার ওপর। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে নিজ সংগঠনের নেতাকর্মীদের মারধর করেছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের অনুসারীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছাত্রলীগের সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজন, উপ-নাট্যবিষয়ক সম্পাদক ইমরুল হাসান নিশু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, ছাত্রলীগের সদ্য সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব খানসহ কয়েক নেতাকর্মী মধুর ক্যান্টিনে ছাত্রলীগ সভাপতিকে প্রশ্ন করেন। তারা জানতে চান, সম্মেলন প্রস্তুত কমিটি গঠনে কেন বিলম্ব ঘটছো? কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের পদধারী যারা ইন্ধন দিয়েছিল তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? একের পর এক এধরনের বেগতিক প্রশ্নের এক পর্যায়ে ছাত্রলীগ সভাপতির পাশে বসে থাকা কেন্দ্রীয় ও হল পর্যায়ের কয়েকজন শীর্ষ নেতা তাদের ওপর চড়াও হন। ছাত্রলীগ সভাপতি সোহাগের সামনেই মারধর করা হয় কয়েকজনকে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

আরেফিন সিদ্দিক সুজন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগের কাছে প্রশ্ন করেন ছাত্রশিবির ও ছাত্রদলের অনুপ্রবেশকারীরা ছাত্রলীগের নামে কোটা সংস্কার আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? এতেই তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতা আমাদের ওপর হামলা করে। তিনি আরও বলেন, হামলার শিকার নেতাকর্মীরা ছাত্রলীগ সভাপতির নামে অভিযোগ তুলে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে কত টাকা পেয়ে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে নিষ্ক্রীয় ভূমিকায় ছাত্রলীগ? এ প্রশ্নের পর তাদের আরো মারধর করা হয়।
তবে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এ ব্যাপারে বলেন, ছাত্রলীগ থেকে বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মী মধুর ক্যান্টিনে এসে পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছিল। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে।

এর আগে ছাত্রলীগের সোহাগ-জাকিরের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পরই শিবির ও ছাত্রদল কর্মীদের অনুপ্রবেশের অভিযোগ ওঠে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কমিটির শীর্ষ নেতৃত্বেও স্থান পায় ছাত্রদল ও শিবিরের সক্রিয় কর্মীরা। বিবাহিত, মাদক মামলার আসামিসহ ৫ জানুয়ারির নির্বাচনে জ্বালাও-পোড়াও মামলার আসামিকেও কেন্দ্রীয় ছাত্রলীগে পদায়ন করা হয়। তবে এসব অভিযোগ দীর্ঘদিন ধরে চাপা থাকলেও সাম্প্রতিক সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের কিছু নেতার বিতর্কিত কর্মকাণ্ড এ অভিযোগকে আরও চাঙ্গা করে তোলে। ছাত্রলীগের দায়িত্বশীল অনেকেই সংগঠনে শুদ্ধি অভিযানের দাবি করেন। তার পরও অনুপ্রবেশকারীদের বিষয়ে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নিষ্ক্রীয়তা প্রশ্ন তোলে সংগঠনের অনেক নেতাকর্মীর মনে। তাদেরই একটা পক্ষ গতকাল মধুর ক্যান্টিনে প্রশ্ন করেন ছাত্রলীগ সভাপতির কাছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, অনুপ্রবেশের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্যণীয় যে , ছাত্রলীগের জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণার পর পরই সারাদেশে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার বিষয়টি অনেকের চোখে পড়ে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হাজী মুহাম্মদ মহসীন হলের সহসভাপতি।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান ইশাকে তড়িঘড়ি করে বহিষ্কার, বহিষ্কারের পর ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের ক্ষোভের মুখে ২৪ ঘণ্টার মধ্যে আবার স্বপদে পদায়নের ঘটনায় ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের দুর্বলতাকেই চিহ্নিত করেছেন অনেকে। আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন স্থবির হয়ে পড়তে বসেছিল, তখন এক পর্যায়ে অনেকটা ক্ষোভ ও অভিমান থেকেই সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দুয়েকজন নেতা বলেন, ছাত্রলীগের অনেক শীর্ষ নেতাই কোটা সংস্কার আন্দোলনের দীর্ঘসূত্রতা চেয়েছিলেন। তাদের প্রত্যাশা ছিল, আন্দোলনের ফাঁদে পড়ে বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল হয়ে পড়লে আটকে যাবে ছাত্রলীগের পরবর্তী জাতীয় সম্মেলন।

তাদের মতে, সোহাগ-জাকিরের আর মাত্র ২০-২৫ দিন মেয়াদ আছে। আগামী ১১ ও ১২ মে ছাত্রলীগের পরবর্তী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সম্মেলনের মধ্য দিয়ে ছাত্রলীগের নতুন নেতৃত্বে যারা আসবে তারা ছাত্রলীগ নিয়ে সবার প্রত্যাশা পূরণ করতে পারবে কি না সেটাই বড় প্রশ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়