শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৯:২৮ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট’র পক্ষে কাজ করেছে ক্যামব্রিজ অ্যানালিটিকা: প্রতিবেদন

সান্দ্রা নন্দিনী: ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ থেকে বেরিয়ে যেতে চালানো প্রচারণায় আন্তর্জাতিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কার্যক্রম ব্রেক্সিটের পক্ষে কাজ করেছে বলে তথ্য-প্রমাণ প্রকাশ করেছেন বৃটিশ আইনপ্রণেতারা। সোমবার এসকল তথ্য-প্রমাণাদি প্রতিবেদন আকারে বৃটিশ পার্লামেন্টারি কমিটি-কর্তৃক প্রকাশিত হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্যামব্রিজ অ্যানালিটিকার মূল প্রতিষ্ঠান এসসিএল গ্রুপের প্রতিষ্ঠাতা নাইগেল ওয়াকেস বলেছেন, তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানটি ২০১৬ সালের ২৩ জুন ব্রেক্সিট ইস্যুতে অনুষ্ঠিত গণভোটের প্রচারণায় ‘লিভ.ইইউ’ ইভেন্টের হয়ে কাজ করেছে। ইভেন্টটি সেসময় ইইউ থেকে ব্রিটেনের বের হওয়ার পক্ষে প্রচারণা চালাতে পরিচালিত হয়েছে। আর সেখানে কোনও চুক্তি অথবা আর্থিক লেনদেনের বিষয় ছিল না।
প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া ‘লিভ.ইইউ’র আরেক কর্মকর্তা অ্যান্ডি উইগমোর বলেন, প্রচারণাদলটি ক্যামব্রিজ অ্যানালিটিকার পদ্ধতিসমূহ অনুসরণ করেছে।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ৯কোটি ফেসবুক ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগে সম্প্রতি তোপের মুখে পড়ে ক্যামব্রিজ অ্যানালিটিকা।

লিভ.ইইউ প্রতিষ্ঠাতা অ্যারন ব্যাংকস বলেন, তার প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার সাথে কোন কাজ করেনি। তাছাড়া, তথ্য বিশ্লেষণকারী সংস্থাটির কাছ থেকে কোনও বিশেষ সুবিধাও নেয়নি তারা। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়