শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৯:০৬ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিএনপি নির্বাচন হতে দেবে না’

রবিন আকরাম : কেন্দ্রীয় বিএনপি’র রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিএনপি নির্বাচন হতে দেবে না।

আজ মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে কমী সভায় প্রধান বক্তার বক্তবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দুলু বলেন, আগে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিন। তারপর নির্বাচনের কথা বলুন। কারণ আপনি নির্বাচনের আগে মানুষকে ভোট ও ভাতের অধিকার দেয়ার কথা বলে ক্ষমতায় এসেছিলেন। আর এখন সে কথা ভুলে গিয়ে নির্বাচনের কথা বলে বেড়াচ্ছেন।

তিনি বলেন, মানুষকে ১০টাকা কেজি চাল খাওয়াবেন বলে অঙ্গীকার করেছিলেন কিন্তু আজও কি মানুষ ১০টাকা কেজি দরে চাল পাচ্ছে।

জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান লালু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, জেলা বিএনপির সাদারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়