শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৮:৩২ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরণখোলায় জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নইন আবু নাঈম, বাগরেহাট : বাগেরহাটের শরণখোলায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দল ও সুশীল সমাজের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকাল ৪টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল, ইএসএআইডি ও ইউকের সহযোগীতায় দি হাঙ্গার প্রজেক্টের “এসপিএল” প্রকল্প এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিসি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর সাত্তার আকন, বিএনপির সভাপতি কামাল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, শ্রমিকলীগের সভাপতি মেজবা উদ্দিন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকন আলমগীর, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল ইউসুফ, জাতীয় পার্টীর যুগ্ম-সম্পাদক গোলাম মোস্তফা তালুকদার, জেলা যুবলীগের নির্বাহী সদস্য আজমল হোসেন মুক্তা, যুব দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, মুক্তিযোদ্ধা সন্তান মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের বাগেরহাট জেলা ফ্যসিলিটেটর উত্তম কুমার দত্ত। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সামাজিক কর্মসূচী গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়