শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৮:১৭ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলা পুলিশের উদ্যোগে শিশু-প্রতিবন্ধী কল্যাণ ডেক্স চালু

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ডেক্স চালু করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ে ডেক্সটি খোলা হয়।গতকাল  সোমবার বিকেলে এই ডেক্সটি উদ্বোধন করেন পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মিজানুর রহমান।

এ সময় মিজানুর রহমান বলেন, প্রতিবন্ধীরা সমাজের বাইরের কেউ নয়। কেউ যেন সমাজে পিছিয়ে না থাকে সে জন্য আমরা যথেষ্ট সচেতন। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সেবা প্রদান করাই হল এই ডেক্সের মুল উদ্দেশ্য। প্রতিবন্ধীদের যে কোনো সমস্যা সমাধানে এই ডেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, প্রতিবন্ধীরা বোঝা নয়। তাদের সমস্যা সমাধানে আমাদেরই এগিয়ে আসতে হবে।ধনী ব্যক্তিদের প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর), সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, আমাদের মূূূললক্ষ্যই হলো ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা। এখান থেকে শিশু ও প্রতিবন্ধীদের যাবতীয় সমস্যা আবেদনের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যেই তাঁর সমস্যার সমাধান করা হবে। এক টেবিলে থেকে আরেক টৈবিলে ঘুরতে হবেনা। একটি কক্ষে প্রথম অবস্থায় ডেক্সটি চালু করা হয়েছে। একজন উপ-পরিদর্শক (এস আই) এই ডেক্সের দায়িত্বে থাকবেন। আমাদের লক্ষ্য সমাজে পিছিয়ে পড়া শিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়