শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিস্থ বরিশাল বিভাগ সমিতি কমিটি বিলুপ্ত 

ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ধান, নদী, খাল এই তিনে বরিশাল। ইতালিস্থ বরিশাল বিভাগ সমিতিকে সংগঠনিক রূপে সমাজের সাধারণ প্রবাসীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে, আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোমের ভিয়া পালমিরো তলিয়াত্তি ৯৮১ (কমুনের হল) এ গত ১৫ এপ্রিল রোববার সন্ধ্যায় বরিশাল বিভাগ সমিতির আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র সহ-সভাপতি মো. কামরুল আহসান মিন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজন সিকদারের পরিচালনায় আলোচনা সভায় সমিতির প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আতিয়ার রসুল কিটন, সহ-সভাপতি মজিবর সিকদার, ফিরোজ খান, আল আমিন ভূইয়া, যুগ্ম সম্পাদক শাহিন হাওলাদার, ওয়াহিদুজ্জামান সবুজ, মহিলা সম্পাদিকা সান্তা সিকদার, সদস্য জামাল হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় প্রধান অতিথি বরিশাল সমিতি ইতালির পূর্বের কমিটি বিলুপ্ত করে একটি আহ্বায় কমিটি গঠন করেন এবং আগামী ৯০ দিনের মধ্যে কার্যকরী কমিটি গঠনের নির্দেশ দেন। সময় কামরুল আহসান মিন্টুকে বরিশাল বিভাগ সমিতি, ইতালির আহ্বায়ক করে যুগ্ম-আহ্বায়ক হিসাবে মজিবর সিকদার, ফিরোজ খান, আল আমিন ভূইয়া, শাহিন হাওলাদার (পিরোজপুর), ওয়াহিদুজ্জামান সবুজ (বরগুনা), শওকত হোসেন (ভোলা), জামাল হোসেন, সুজন সিদকার (পটুয়াখালী), মনির হোসেন (ঝালকাঠি), মিঞ্জু সরদার,আহাম্মেদ সাগর,আব্দুস সালাম,নাসির খান,কামাল হোসেন ও রুপালী গোমেজ, এবং সদস্য হিসাবে আতিয়ার রসুল কিটন, বাবুল হোসেন, সাইফুল আলম, জাহাঙ্গীর আলম, ফরিদ উদ্দিন, খলিল পালোয়ান, ওমর পালোয়ান, কনক পালোয়ান, মেহেদী মোল্লা, সোহেল পাটোয়ারী, আল আমিন সিকদার, সাইফুল মোল্লা, জামাল হাওলাদার নিয়ে বরিশাল বিভাগ সমিতি, ইতালীর আহ্বায়ক কমিটি গঠিত করা হয়।

এসময় প্রধান উপদেষ্ঠা বলেন, ইতালিস্থ বরিশাল সমিতি যা রোমের বাঙ্গালি কমিউনিটিতে বিশেষ অবদান রেখে আসছে। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী সমিতির মেয়াদ কাল ৩ বছর হলেও বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় ৩/৪ বছর আগেই। সম্প্রতি পুরাতন কমিটিকে নতুন রূপ দিতে গিয়ে গঠনতন্ত্রের ৭ অনুচ্ছেদে মোতাবেক যা সম্পূর্ণ অবৈধ্। এদিকে কমিউটিনিতে নিজেদের অবস্থান এবং সংগঠনকে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী করা উদ্দেশ্যেই বর্তমান কমিটিকে বিলুপ্ত করে নতুন একটি কমিটির করার লক্ষ্যে আহ্বায়ক কমিটিকে গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়