শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৭:২০ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আন্দোলনকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছে’

আহমেদ জাফর: কোটা সংস্কারের আন্দোলন নিয়ে যে তরুণ সমাজ আন্দোলন করেছে তাদের মধ্যে অনেকেই জামায়াত শিবিরের কর্মী। তারাও বঙ্গবন্ধুর ছবি নিয়ে জয় বাংলা বলে স্লোগান দিয়েছে। আবার তারাই মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছে। মুজিবনগর সরকার ছিল প্রথম সাংবিধানিক সরকার। দেশ ও মানুষের স্বার্থ রক্ষা করার জন্যই এ সরকার গঠন করা হয়েছিল। কিন্তু যারা দেশের জন্য স্বাধীনতার জন্য সংগ্রাম করেনি, তাদের অস্ত্র কোনো দিনই স্বাধীনতার কাজে লাগেনি । তারা আজও স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে বিরোধীতা করছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাজধানীর প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুজিবনগর সরকার গঠন করে সফল ভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করে। মুক্তির ন‍্যায় মুজিবনগর সরকার বঙ্গবন্ধু চিরদিন স্মরণীয় হয়ে থাকবে । মুজিবনগর সরকার হল বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে আবাস। বঙ্গবন্ধুর নেতৃত্বে সকাল বাঙ্গালী যুদ্ধ করেছিল। ৭ মার্চের পূর্বে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ছিলেন।

বক্তারা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের মতো চিত্র স্বাধীনতার যুদ্ধের সময় অনেকেই করেছে। এমনকি কিছু আন্দোলন কারীরা নিজের গায়ে লিখেছেন আমি রাজাকার। তাই সতর্ক থাকতে হবে যাতে অপশক্তি আর মাথাচাড়া দিয়ে না ওঠাতে না পারে।

ডাঃ এস এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফায়েকুজ্জমান ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরোজ আহমেদ, নিলিমা আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ‍্যাপকড. সাদেকুল আরেফিন , জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম।
বিদ্যুৎ বিভাগের মোহাম্মদ আলী,  কৃষি ব‍্যাংকের তরিকুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়