শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৬:১১ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বোধনী দিনে জয় আবাহনী ও মেরিনার্সের

স্পোর্টস ডেস্ক : দেড় বছরেরও বেশি সময় পর মাঠে গড়িয়েছে ঘরোয়া হকি। প্রয়াত সংগঠক খাজা রহমতুল্লাহর নামে শুরু হয়েছে এবারের ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। মোহামেডান-ঊষার মতো বড় বড় দলসহ বেশিরভাগ দল অংশ না নেয়ায় এবারের আসরটি কিছুটা রঙ হারিয়েছে। গতকাল উদ্বোধনী দিনের দুই ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও মেরিনার্স ইয়াংস।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশ হকি ক্লাবকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করে আবাহনী লিমিটেড। আর ঘরোয়া হকির ইতিহাসে প্রথমবারের মতো ফ্লাড লাইটের আলোর খেলায় ভিক্টোরিয়াকে ৮-০ গোলে হারিয়েছে মেরিনার্স ইয়াংস।

ম্যাচ শুরুর আগে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে আসেন প্রয়াত খাজা রহমতুল্লাহর স্ত্রী নাদিরা রহমতুল্লাহ। তার বক্তব্যে ছিল চরম হতাশা, বড় ক্লাবগুলো অংশ না নেয়ায় যা পরিণত হলো ক্ষোভে। হকির সাথে নিজে সম্পৃক্ত না থাকলেও, দেশের হকির স্বার্থে ক্লাবগুলো বিভেদ ভুলবে, এমনটাই আশা তার।

বক্তব্যের পরে শুরু হয় মাঠের হকি উন্মাদনা। প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ হকি ক্লাব। ২ মিনিটেই মহসিন ঝলক, ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। গোল খেয়ে যেন হুঁশ ফিরলো পুলিশের। চালালো আক্রমণ। সব চেষ্টা ব্যর্থ আকাশী নীলদের ডিফেন্ডিং থার্ডে। উলটো ২২ ও ২৬ মিনিটে আরো ২ গোল করে রোমান ও তাহের। ৩-০'তে লিড নিয়ে বিরতিতে যায় আবাহনী।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ ধানমন্ডির জায়ান্টদের। মহসিনের ২য় গোলের সঙ্গে কৃষ্ণ ও আশরাফুলের একটি করে যোগ হওয়ায় লিড দাঁড়ালো ৬-০'তে। পালটা আক্রমণ চালালো পুলিশ। গোলও হলো একটা, করলেন মাহফুজ। ম্যাচ শেষ হওয়ার আগে আরো এক গোল আবাহনীর, তাহেরের ঝুলিতেও গেল ২ গোল।

পরের ম্যাচে ঘরোয়া হকির ইতিহাসে প্রথমবারের মতো জ্বললো ফ্লাডলাইট। মাঠে মেরিনার্স ইয়াংসের প্রতিপক্ষ ভিক্টোরিয়া। খেলার শুরু থেকেই পরিস্কার আধিপত্য মেরিনার্সের। জাতীয় দলের ৯ খেলোয়াড় নিয়ে রীতিমতো হামলে পড়লো ভিক্টোরিয়ার ওপর। নিলয়ের জোড়া গোলের সঙ্গে পেনাল্টি কর্নার থেকে চয়নের স্কোর। পরের মিনিটে তাদের সঙ্গী নাঈম। ৪-০'তে বিরতিতে যায় মেরিনার্স। ফিরে এসেও চলে আক্রমণ, পালটা আক্রমণ। গোল হলো আরো ৪টি, সবগুলোই ভিক্টোরিয়ার জালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়