শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৫:৩৮ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরশাদের নির্বাচন ও দ্বিধাদ্বন্দ্ব

রবিন আকরাম : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বারবার এককভাবে নির্বাচনের কথা বলে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের কাছে ৭০টি আসন ও ১২টি মন্ত্রণালয়ও দাবি করেছেন এরশাদ। এসব দাবি পূরণ না হলে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে বলেও জানিয়েছেন। মাঝে মাঝে বিএনপি নেতৃত্বাধীন জোটের সুরে কথা বলতেও দেখা গেছে জাতীয় পার্টির চেয়ারম্যানকে।

কিন্তু কোন কিছুই স্পট করে বলছেন না এরশাদ। কোন দিকে যাবেন, কার সাথে যুক্ত থকাবেন, নাকি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিছ্ইু পরিস্কার করে বলছেন না সাবেক এই রাষ্ট্রপতি। তার এই দ্বিধাদ্বন্দ্ব বক্তব্য জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।

রোবিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করে এরশাদ বলেছেন, একটা কথা আছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এমন যে, হাসিনার কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কিছুই হয় না। প্রশাসন চলে না। এখন দলীয়করণ সর্বত্র। সব ব্যাংক খালি। ব্যাংকে টাকা নেই। লুটপাট করা হয়েছে। পানামা পেপারসে সব নেতার নাম আছে। দেশের টাকা পাচার করা হয়েছে। কোনো বিচার নেই।

এর আগে শনিবার (১৪ এপ্রিল) রংপুরে ৪ দিনের সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি আমাদের অংশীদার করে নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ৭০টি আসন এবং ১০ থেকে ১২টি মন্ত্রণালয় দিন। আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকতে চাই। আমাদের কথামতো আসন আর মন্ত্রণালয় না দিলে আমরা এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেব।’

রোবিবার (১৫ এপ্রিল) এরশাদ আরো বলেছেন, বিএনপি না এলে একলাই নির্বাচন করব। ৩০০ আসনে নির্বাচন করব। সিল না মারলে, আমি কথা দিচ্ছি, দেশের মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টিকে চায়।

এদিকে এরশাদের বিভিন্ন সময় বিভ্রান্তিকর বক্তব্য ও আগামী নির্বাচন নিয়ে তার চিন্তাধারা ধোয়াশাই থেকে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়