শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৫:২১ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু মদের কারণে বার্সা ছেড়ে চীনের ক্লাবে যাচ্ছেন ইনিয়েস্তা!

স্পোর্টস ডেস্ক : কোপা ডেল রে ফাইনাল এপ্রিলের ২৪ তারিখ। এরপরই বার্সা সমর্থকেরা যে খবর শুনতে যাচ্ছেন, সেটা মোটেই সুখকর নয় তাদের নয়। তবুও মনে কষ্ট নিয়ে মেনে নিতে হবে সেই খবরটি। আর তা হলো বার্সা থেকে আন্দ্রেস ইনিয়েস্তার বিদায় সংবাদ। স্প্যানিশ সংবাদপত্র মার্কা জানাচ্ছে, কোপা ডেল রে’র ফাইনাল শেষেই বার্সা ছেড়ে চীনের যাওয়ার ঘোষণা দেবেন কাতালানদের বহু ম্যাচে নায়কের ভূমিকা পালন করা ইনিয়েস্তা।

ঠিক কারণে ইউরোপীয় ক্লাব ছেড়ে চীনের ক্লাবে যোগ দিচ্ছেন তা জানাতে মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা বলছে মদের কথা। তাদের ভাষায় ‘মদের কারণেই চীনে যাচ্ছেন ইনিয়েস্তা!’ মার্কার তথ্যমতে, ২০১০ সালে নিজের শহর ফুয়েনটেনভেলায় পারিবারিক উদ্যোগে ‘বোদেগা ইনিয়েস্তা’ ব্র্যান্ডের মদের ব্যবসা শুরু করেন বার্সা তারকা। তার বাজার সম্প্রসারণের অংশ তার চীন যাত্রা।

সম্প্রতি ইনিয়েস্তার বোদেগা ব্র্যান্ডের ওয়েবসাইটে বড় ধরনের একটি অফারের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আর ওই বিজ্ঞপ্তির ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে ইংরেজি এবং মান্দারিন। চীনের সবচেয়ে বেশি মানুষের ব্যবহৃত ভাষা মান্দারিন। আর এতেই একে একে দুই মিলিয়ে নিচ্ছেন সবাই। একটি সূত্রের বরাতে পত্রিকাটি জানাচ্ছে, আগামী বছর ২ মিলিয়ন বোতল (২০ লাখ বোতল) মদ চীনে রপ্তানি করবে বোদেগা।

ইনিয়েস্তার চুক্তির একটি বড় অংশে দ্রুতগতিতে চীনের বাজারে তার পণ্য প্রচারের পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে এবং এটি স্প্যানিয়ার্ডের বড় পরিকল্পনা যা চীনা সুপার লিগের পাশাপাশি বাজার প্রসারিত করার প্রমাণ হিসাবে কাজ করে। মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়