শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:০৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌথভাবে পুলিৎজার জিতল নিউ ইয়র্ক টাইমস এবং নিউ ইয়র্কার

নিজস্ব প্রতিবেদক : হলিউডের যৌন হয়রানি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তোলপাড় সৃষ্টি করে দিয়ে যৌথভাবে পুলিৎজার পুরস্কার জিতে নিল দ্য নিউ ইয়র্ক টাইমস এবং নিউ ইয়র্কার ম্যাগাজিন। বিবিসির সংবাদ।

হলিউডের প্রভাবশালী পরিচালক হার্ভে ওয়েইনস্টাইনের যৌন নিপীড়ন ও ধর্ষণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয় দ্য নিউ ইয়র্ক টাইমস এবং নিউ ইয়র্কার ম্যাগাজিন। যদিও হার্ভে শুরু থেকেই বলে আসছেন যৌথ সম্মতিতেই এসব যৌনক্রিয়া হয়েছে।

এ প্রতিবেদনের মধ্যে দিয়ে হলিউডের নারী অভিনেত্রীরা সরব হয়ে ওঠেন হার্ভির বিরুদ্ধে। একের পর এক তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যৌন নিপীড়নের। একইসাথে মি টু হ্যাশট্যাগ দিয়ে বিশ্বে যৌন নিপীড়নবিরোধী আন্দোলন গড়ে ওঠে।

নিউ ইয়র্ক টাইমস যৌথভাবে দ্য ওয়াশিংটন পত্রিকার সাথে দ্বিতীয় পুরস্কারও জিতে নেয় ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায়।

এ ছাড়া আলাবামার সিনেট প্রার্থী রয় মুরের যৌন কেলেংকারি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে 'অনুসন্ধানী প্রতিবেদন' ক্যাটাগরিতে এ পুরস্কার জিতে নেয় দ্যা ওয়াশিংটন পত্রিকা।

উল্লেখ্য, সাংবাদিকতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানজনক পুরস্কার হলো পুলিৎজার। শুধুমাত্র সাংবাদিকতায় নয় সাহিত্য ও শিল্প-সংস্কৃতিতে এ পুরস্কার দেয়া হয়ে থাকে।
এবারেই প্রথমবারের মত কোন জ্যাজ সঙ্গীতশিল্পী র‍্যাপার কেন্ড্রিক ল্যামার এ পুরস্কার জিতে নেন।

একইভাবে ফটোগ্রাফিতে রোহিঙ্গা শরণার্থীদের করূণচিত্র তুলে ধরে এ পুরস্কার জিতে নেয় রয়টার্স। আন্তর্জাতিক প্রতিবেদনের ক্ষেত্রে এ পুরস্কার রয়টার্সের ঘরেই যায়। ফিলিপাইন প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তের মাদক অভিযান নিয়ে প্রতিবেদনের জন্য এ স্বীকৃতি পায় তারা। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়