শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৭:১৭ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই দিনে দুই পরীক্ষা, বিপাকে চাকরিপ্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংকের অফিসার পদে লিখিত পরীক্ষা ও জীবন বীমা কর্পোরেশন এর অফিসার পদে নিয়োগ পরীক্ষা ২০ এপ্রিল শুক্রবার। নিয়োগকারী পৃথক দুটি কর্তৃপক্ষই এখনো এই সিদ্ধান্তে অনড় আছে। ফলে একই দিন একই সময়ে পরীক্ষা আয়োজন করায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। খবর কালের কণ্ঠ’র।

জানা গেছে, সোনালী ব্যাংকের অফিসার পদে লিখিত পরীক্ষা আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গতকাল অফিসার পদে আটশ ১০ জনের জন্য নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সোনালী ব্যাংক লিমিটেড।

ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা লিখিত পরীক্ষা নেওয়া হবে।

ঢাকার ইডেন মহিলা কলেজ, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, জীবন বীমা কর্পোরেশন এর অফিসার পদে নিয়োগ পরীক্ষাও একই দিনে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত।

জীবন বীমা কর্পোরেশনে জুনিয়র অফিসার পদে একশ আট জনের জন্য নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।

একাধিক পরীক্ষার্থীরা জানায়, দুটি নিয়োগ পরীক্ষার সময় এক হওয়ায় তারা উভয় সঙ্কটে পড়েছেন। অনেকেই দুটি প্রতিষ্ঠানে চাকরির জন্য আলাদা করে অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। অনেকে এখনো ঠিক করতে পারেননি যে তারা আসলে কোন পরীক্ষায় অংশ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়