শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৫:৪২ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পী খালিদ হোসেন আইসিইউ থেকে কেবিনে

বিনোদন প্রতিবেদক : অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেনের পরিস্থিতির উন্নতি ঘটায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে গত ১২ এপ্রিল থেকে চিকিৎসাধীন একুশে পদকজয়ী এই শিল্পী।

তার ছেলে আসিফ হোসেন জানান, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ল্যাবএইডের জনসংযোগ কর্মকর্তা সাঈফুর রহমান লেনিন জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটায় খালিদ হোসেনকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সোমবার অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নিয়ে আসা হয়। এর আগে ২০১৭ সালে বুকে ব্যথা নিয়ে বেশ কদিন রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি ছিলেন এই শিল্পী।

১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্ম খালিদ হোসেনের।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন।

নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য খালিদ হোসেন।

এ পর্যন্ত তার ছয়টি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার একমাত্র আধুনিক গানের অ্যালবাম ‘চম্পা নদীর তীরে’। এ ছাড়া তার ১২টি ইসলামী গানের অ্যালবামও রয়েছে। সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়