শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ৬ কোটি টাকার ইয়াবাসহ, আটক-২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে রাখা ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব ।মাইক্রোবাসে থাকা দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২৪ হাজার ৪০০ পিস ইয়াবা ও একটি মাইক্রোবাস আটক করা হয় ।

আটক কৃতরা হলেন, সাভার থানার আমপাড়া নামাপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে মো. বিপ্লব মিয়া (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার ফুলঘর গ্রামের আবু তাহেরের ছেলে মো. সুমন মিয়া (২৮)।

রোববার গভীর রাতে নিজামপুর এলাকায় রেদোয়ান ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব ৭ ক্যাম্প কমান্ডার সাফায়েত জামিল ফাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু ব্যবসায়ী চট্টগ্রাম থেকে একটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছে।

তিনি জানান, রোববার রাত ১২টার দিকে নিজামপুর রেদোয়ান ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে র‌্যাব।

পরে একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহ হলে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মাইক্রোবাসে বিশেষ উপায়ে গ্যাস সিলিন্ডারের মধ্যে থাকা ১ লাখ ২৪ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬ কোটি ২২ লাখ টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়